• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদমুখের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও নতুন কমিটি গঠন

সভাপতি জসীম উদ্দিন শেখ সাধারণ সম্পাদক এইচএম জাকির

প্রকাশ:  ২২ ডিসেম্বর ২০১৯, ১১:০০ | আপডেট : ২২ ডিসেম্বর ২০১৯, ১১:০১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

স্বেচ্ছাসেবী সংগঠন ‘চাঁদমুখ’-এর চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল ২১ ডিসেম্বর, শনিবার সকাল ১০ টায় চাঁদপুর রোটারী ভবনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি শেখ মহিউদ্দিন রাসেলের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ শিশিরের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও পুরাণবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, উপদেষ্টা ও দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত, উপদেষ্টা ও দৈনিক চাঁদপুর খবরের সম্পাদক এবং প্রকাশক সোহেল রুশদী, উপদেষ্টা ও চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মির্জা জাকির, উপদেষ্টা ও সময় টিভি এবং দৈনিক কালের কণ্ঠের স্টাফ রিপোর্টার ফারুক আহমেদ, উপদেষ্টা ও চাঁদপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক কামরুল হাসান, উপদেষ্টা ও হাজীগঞ্জ পালিশারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক এইচএম জাকির।
বক্তারা সংগঠনের স্বেচ্ছাসেবী তরুণদের এবং তাদের সামাজিক কাজের ভূয়সী প্রশংসা করে তাদের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানের শুরুতেই সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে জসীম উদ্দিন শেখকে সভাপতি, দ্বিতীয় মেয়াদে এইচএম জাকিরকে সাধারণ সম্পাদক ও আব্দুল আজিজ শিশিরকে সাংগঠনিক সম্পাদক করে ২০২০-২০২১-এর ৫১ সদস্য বিশিষ্ট নির্বাহী পরিষদ গঠন করা হয়।