জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে আজ চাঁদপুরে নবান্ন উৎসব
জেলা শিল্পকলা একাডেমি চাঁদপুরের আয়োজনে আজ ২১ নভেম্বর বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে জেলা শিল্পকলা একাডেমি মঞ্চে নবান্ন উৎসব অনুষ্ঠিত হবে। নবান্ন উৎসবে সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও অনন্যা নাট্যগোষ্ঠী চাঁদপুরের পরিবেশনায় লোকগীতিময় নাটক রূপভান মঞ্চস্থ হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন জেলা শিল্পকলা একাডেমির সভাপতি ও জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান। বিশেষ অতিথি থাকবেন চাঁদপুরের পুলিশ সুপার মোঃ মাহবুবুর রহমান পিপিএম (বার), জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল। সভাপতিত্ব করবেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম জাকারিয়া। নবান্ন উৎসব অনুষ্ঠানে চাঁদপুরের সকল পর্যায়ের সংস্কৃতিপ্রেমী দর্শকদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার সৈয়দ মুহম্মদ আয়াজ মাবুদ।