• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

সপ্তসুর সংগীত একাডেমীর রবীন্দ্রজয়ন্তী পালন

প্রকাশ:  ১১ মে ২০১৯, ১৪:৪৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় চাঁদপুর শহরের সমৃদ্ধ সাংস্কৃতিক প্রতিষ্ঠান সপ্তসুর সংগীত একাডেমী মিলনায়তনে বিশ^কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৫তম জন্মজয়ন্তী পালন করা হয়। এতে সভাপতিত্ব করেন সপ্তসুর সংগীত একাডেমীর অধ্যক্ষ রূপালী চম্পক। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সাহিত্য একাডেমীর মহাপরিচালক এবং সপ্তসুরের উপদেষ্টা কাজী শাহাদাত। তিনি বলেন, যখন মানুষ অনেক বড় হয়ে যায় তখন তিনি আর কোনো ধর্মের থাকেন না। সার্বজনীন হয়ে যান। ধর্ম কোনো ভালো কাজের বাধা হয়ে দাঁড়ায় না। রমজান মাস বলে রবীন্দ্র জন্মজয়ন্তী পালন করা যাবে না এমনটা ভাবা ঠিক নয়। রবীন্দ্রনাথ বাংলাদেশে অবস্থানের কারণেই পূর্ণাঙ্গ রবীন্দ্রনাথ হয়েছিলেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শরীফ চৌধুরী এবং একাডেমীর পরিচালক সুফী খায়রুল আলম খোকন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন চিত্রাঙ্কন বিভাগের শিল্পী অনন্তা চক্রবর্তী। আলোচনাশেষে সংগীত পরিবেশন করে একাডেমীর শিল্পীরা।

সর্বাধিক পঠিত