• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ০১ আগস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

হানিমুনের পর মেহজাবীন এখন মিশরে

প্রকাশ:  ৩১ জুলাই ২০২৫, ০৯:৩২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

অভিনেত্রী মেহজাবীন চৌধুরী বিদেশ সফরে গেলে সাধারণত নানা মুহূর্ত সামাজিক মাধ্যমে ভাগ করে থাকেন। কখনও কান চলচ্চিত্র উৎসব থেকে, কখনও প্যারিস, কখনও বা কানাডা কিংবা ইতালি থেকে উঠে এসেছে তার নানা মুহূর্ত।
তবে প্রতিবারই, প্রতি মুহূর্তেই অভিনেত্রীর সঙ্গে থেকেছেন পরিচালক স্বামী আদনান আল রাজীব। এইতো কয়েকদিন আগেই আদনানকে নিয়ে ইতালিতে দেখা যায় মেহজাবীনকে। জানান, এই মুহূর্তে হানিমুন করছেন তারা। সে উপলক্ষে শেয়ার করে নিয়েছিলেন তাদের কিছু মধুর মুহূর্তও।
এবার এই জুটিকে দেখা গেল মিশরে, নীল নদের তীরে। বুধবার দুপুরে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একগুচ্ছ ছবি শেয়ার করেন মেহজাবীন। সেখানে দেখা যায়, কায়রোর একটি হোটেলের রিভারসাইডের রেস্টুরেন্টে বসে স্বামীকে নিয়ে সকালের নাস্তা করছেন অভিনেত্রী। ক্যাপশনে লিখেছেন, 'ব্রেক্কি বাই দা নিলে।'
ছবিতে সাদাসিধে পোশাকে মেহজাবীনকে দেখা যায় চায়ের কাপ হাতে, আরেক ফ্রেমে আদনানকে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে দেখা যায় তার পাশে। নদীর পাড়, গাছের সারি- এমন স্থানে তাদের একসঙ্গে দেখে ভালোবাসায় ভরিয়ে দেন ভক্তরা।
মন্তব্যঘরে মিলেছে ভক্তদের ভালোবাসা আর শুভকামনার বন্যা। কেউ লিখেছেন, 'দুজনকে একসঙ্গে দারুণ লাগছে'।
উল্লেখ্য, ছোট পর্দায় সফল ক্যারিয়ারের পর এখন বড় পর্দাতেও নিজের অবস্থান শক্ত করছেন মেহজাবীন। 'প্রিয় মালতী' সহ একাধিক সিনেমার জন্য পেয়েছেন বিশেষ সম্মাননা ও শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার। তবে শুধু পেশাগত দিকেই নয়, ব্যক্তিজীবনেও যেন এখন চলছে তার সোনালি সময়।

সর্বাধিক পঠিত