সাহিত্য একডেমীর ৬৪তম মাসিক সাহিত্য আসর
সাহিত্য একডেমী চাঁদপুর-এর ৬৪তম মাসিক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে চাঁদপুর শহরের জোড়পুকুর পাড়স্থ সাহিত্য একাডেমী মিলনায়তনে এ সাহিত্য আসর অনুষ্ঠিত হয়।
সাহিত্য একাডেমীর মহাপরিচালক কাজী শাহাদাতের সভাপ্রধানে অনুষ্ঠিত এ আসরে নুসরাত জাহান রাফি হত্যাকা- ও শ্রীলঙ্কায় জঙ্গি হামলার বিরুদ্ধে তীব্র ঘৃণা ও প্রতিবাদ জানানো হয়। এছাড়াও আসরের নিয়মিত আড্ডারু আনিস আরমানের মায়ের মৃত্যুতে গভীর শোক জানান উপস্থিত লেখকবৃন্দ।
লেখক ও ছড়াকার ডাঃ পীযূষ কান্তি বড়–য়ার সঞ্চালনায় আসরে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক ও একাডেমীর সহ-সভাপতি জীবন কানাই চক্রবর্তী। ‘বাংলা নববর্ষ’ বিষয়ে বক্তব্য রাখেন ছড়াকার খান-ই-আজম। ‘সাম্প্রতিক মানবিকতাবোধ’ বিষয়ে আলোচনা করেন ছড়াকার আনিস আরমান। আসরে কবিতা ও ছড়া পাঠ করেন প্রবীণ লেখক তছলিম হোসেন হাওলাদার, পীযূষ কান্তি বড়–য়া, ইকবাল পারভেজ, মুহম্মদ সালাউদ্দীন, খান-ই-আজম, আরশাদ খান, আশিক বিন রহিম, ফয়সাল মৃধা, আজিজুর রহমান লিপন, হাসান বেপারী প্রমুখ। কবিতা ভাবনা পাঠ করেন রফিকুজ্জামান রণি। পঠিত লেখা নিয়ে আলোচনা করেন মুহাম্মদ ফরিদ হাসান, মাইনুল ইসলাম মানিকসহ লেখকবৃন্দ। উপস্থিত ছিলেন লেখক সামীম আহমেদ খান, মুক্তা পীযূষ, আলিজা হোসেন, এইচ এম জাকির, নিঝুম খান প্রমুখ।
সাংস্কৃতিক সংগঠক জীবন কানাই চক্রবর্তী তাঁর বক্তব্যে বলেন, আজকের সাহিত্য আসর কবিতা, গল্প, ছড়া পাঠে প্রাণবন্ত হয়েছে। আগামী আসরগুলোও সবার অংশগ্রহণে মুখরিত হবেÑএ প্রত্যাশা করছি।
সাহিত্য একাডেমীর মহাপরিচালক কাজী শাহাদাত বলেন, দেখতে দেখতে আজ আমরা ৬৪তম আসরে দাঁড়িয়েছি। আড্ডারুরাই সাহিত্য আসরের মূল প্রাণ। আড্ডারুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের কারণেই সাহিত্য আসরগুলো জমজমাট হয়েছে। আমি সেজন্যে নিবেদিতপ্রাণ আড্ডারুদের ধন্যবাদ জানাই। এ সময় তিনি আগামী সাহিত্য আসর ও ইফতার ২৯ মে বুধবার বিকেল তিনটায় অনুষ্ঠিত হবে বলে উপস্থিত লেখকদের অবহিত করেন।