• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

আলোকিত সমাজ কেন্দ্রীয় কমিটি চাঁদপুরের ধর্মীয় প্রতিষ্ঠান সমূহ পরিদর্শন

প্রকাশ:  ০৭ এপ্রিল ২০১৯, ০৯:০২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 সামাজিক সাংস্কৃৃতিক সেবামূলক প্রতিষ্ঠান আলোকিত সমাজ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ চাঁদপুরে অবস্থিত সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানসহ চাঁদপুরের ঐতিহ্যবাহী স্থাপনাসমূহ পরিদর্শন করেছেন। গত ৫ এপ্রিল সকালে নেতৃবৃন্দ চাঁদপুর এসে পৌঁছলে জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডঃ রনজিৎ রায় চৌধুরী, সদর উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বিমল চৌধুরী, সদর উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সুশীল চন্দ্র সাহা, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ শহর কমিটির সভাপতি রোটাঃ রিপন সাহা, পুরাণবাজার শ্রী শ্রী গৌর নিত্যানন্দ মহাপ্রভুর মন্দিরের কার্যকরী সদস্য রঞ্জিত কুমার পোদ্দার আগত নেতৃবৃন্দকে স্বাগত জানান। পরে তাদেরকে সাথে নিয়ে চাঁদপুর শহরের পুরাণবাজার ও নতুনবাজার এলাকার ঐতিহ্যবাহী মন্দির ও চাঁদপুর মহাশ্মশান ঘুরে দেখেন এবং পুরাণবাজার শ্রী শ্রী গৌরনিত্যানন্দ মহাপ্রভুর মন্দিরে মধ্যাহ্নে প্রসাদ গ্রহণ করেন। নেতৃবৃন্দ চাঁদপুর বড়স্টেশন এলাকার মোলহেডে অবস্থিত ‘রক্তধারা’সহ জেলা শিল্পকলা অডিটরিয়ামে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন। আগত নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি স্বপন সাহা, সহ-সভাপতি তপন রায়, সাধারণ সম্পাদক প্রাণ কৃষ্ণ দাস, সাংগঠনিক সম্পাদক দ্বীপক জয় ধর, সদস্য প্রসেনজিৎ সাহা, নীহার রঞ্জন বৈদ্য, অমল বৈদ্য ও শ্রীকান্ত বর্মন। নেতৃবৃন্দ পিছিয়ে পড়া ধর্মীয় মন্দির সমূহে সহযোগিতা প্রদানের আশ^াস প্রদান করেন।

 

সর্বাধিক পঠিত