• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

অনন্যা নাট্যগোষ্ঠীর ‘১৯৭১’ মঞ্চায়ন

প্রকাশ:  ০১ এপ্রিল ২০১৯, ১৩:০০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

বিশ্ব নাট্য দিবস উপলক্ষে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমীর সহযোগিতায় ‘এ মাটি নয় জঙ্গিবাদের, এ মাটি মানবতার’ এই স্লোগানকে নিয়ে ২দিনব্যাপী নাট্যোৎসবের সমাপনী দিন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনভুক্ত সদস্য সংগঠন চাঁদপুর অনন্যা নাট্যগোষ্ঠীর ‘১৯৭১’ নাটক মঞ্চস্থ হয়েছে। হুমায়ুন আহমেদের রচনায় ও বিএম হান্নানের নির্দেশনায় গত ২৮ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমী মঞ্চে এ নাটকটি মঞ্চস্থ হয়।
১৯৭৪ সালের ২৪ অক্টোবর অনন্যা চাঁদপুর নাট্যাঙ্গনে আবির্ভূত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে এ পর্যন্ত অনন্যা নাট্যগোষ্ঠীর প্রযোজনায় ৪৫টি নাটকের ৪শ’ ৪১টি প্রদর্শনী সম্পন্ন হয়েছে। এর মধ্যে ‘ইঙ্গিত’ নাটকের ৬৭তম প্রদর্শনী হয়েছে। যা চাঁদপুর তথা বৃহত্তর কুমিল্লার নাট্য আন্দোলনের ক্ষেত্রে অনন্য রেকর্ড। অনন্যা নাট্যগোষ্ঠীর সাড়া জাগানো নাটকগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- বিবর্ণ বিস্ময়, সুবচন নির্বাসনে, ইঙ্গিত, তোমরাই, দেশের মানুষ, রাক্ষুসী, ঘর জামাই, একাত্তরের পালা, রূপভান, নবাব সিরাজউদ্দৌলা ও ১৯৭১।
অনন্যা নাট্যগোষ্ঠী ঢাকার নাট্যোৎসবে অংশগ্রহণ সহ রংপুর, চট্টগ্রাম, ফেণী, কুমিল্লা, হাজীগঞ্জ, বলাখাল, ফরিদগঞ্জ, মতলব, হাইমচর সহ প্রত্যন্ত অঞ্চলে নাটক মঞ্চায়ন করেছে। ১৯৮২ সালে কুমিল্লা আন্তঃজেলা নাট্যোৎসবে অংশগ্রহণ, ১৯৮৪ সালে বর্ণচোরা নাট্যগোষ্ঠীর আন্তঃজেলা নাট্যোৎসবে অংশগ্রহণ, ১৯৮৬ সালে জেলা শিল্পকলা একাডেমি আয়োজিত পক্ষকালব্যাপী সাংস্কৃৃতিক উৎসবে তৃতীয় স্থান অর্জন, ১৯৮৯ সালে জেলা শিল্পকলা একাডেমির বর্ষাকালীন নাট্যোৎসবে দ্বিতীয় স্থান অর্জন, ১৯৯১ সালে অনুপম নাট্যগোষ্ঠী ও গ্রুপ থিয়েটার সমন্বয়ের নাট্যোৎসব, ১৯৯২ সালে বর্ণচোরা নাট্যগোষ্ঠীর নাট্যোৎসব, ১৯৯৩ সালে চাঁদপুর ড্রামার আন্তঃজেলা নাট্যোৎসবে অংশগ্রহণ, ১৯৯৩ ও ১৯৯৫ সালে কুমিল্লা জনান্তিক নাট্য সম্প্রদায়ের নাট্যোৎসবে নাটক মঞ্চায়ন, ২০০০ সালে কুমিল্লা জনান্তিকের আন্তঃজেলা নাট্যোৎসবে অংশগ্রহণ এবং চট্টগ্রামে বেশ কয়েকটি উৎসবে নাটক মঞ্চায়ন করে। অনন্যা নাট্যগোষ্ঠী এভাবে তাদের নাট্য আন্দোলনে কাজ করে যাচ্ছে।
বিশ^ নাট্য দিবস উপলক্ষে গত ২৮ মার্চ অনন্যা নাট্যগোষ্ঠীর ‘১৯৭১’ নাটকটি মঞ্চায়ন করে। এ নাটকটিতে ময়মনসিংহের নীলগঞ্জে রফিক নামক একজন মানুষকে মিলিটারি গুলি করে হত্যা করে। ছোটখাট এই মানুষটি পথ ভুলে নীলগঞ্জে আসে ও তাদের সেই খবর পৌঁছে দেয় ইপিআর-এর কাছে। পাকিস্তানি মিলিটারির পুরো দলটাকে ঘিরে ফেলে ইপিআর সেনারা। ‘১৯৭১’ নাটকটিতে ময়মনসিংহের বাস্তব ঘটনাটি হুমায়ুন আহমেদ উপজীব্য করেন। বিএম হান্নানের নির্দেশনায় নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন বিএম হান্নান, দুলাল সরকার, মারিয়া আক্তার, মোঃ হানিফ, জসিম মেহেদী, মোবারক হোসেন সিকদার, শরিফুল ইসলাম, আব্দুল কুদ্দুস রোকন, কামরুল ইসলাম, আফরোজা আক্তার, মোঃ আলমগীর, মাহমুদুল হাসান অমি ও শরীফুল ইসলাম শুভ। প্রযোজনা উপদেষ্টা ছিলেন অনন্যা নাট্যগোষ্ঠীর সভাপতি শহীদ পাটওয়ারী ও প্রযোজনা অধিকর্তা ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মৃনাল সরকার।

সর্বাধিক পঠিত