• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাহিত্য একাডেমীর আলোচনা সভায় জীবন কানাই চক্রবর্তী

স্বাধীন দেশে স্বাধীনতাবিরোধীদের কোনো দল থাকতে পারে না

প্রকাশ:  ২৮ মার্চ ২০১৯, ০৯:১১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০১৯ উপলক্ষে আলোচনা সভা ও ৬৩তম মাসিক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে চাঁদপুর সাহিত্য একাডেমী মিলনায়তনে। গতকাল ২৭ মার্চ বুধবার সন্ধ্যায় চাঁদপুর সাহিত্য একাডেমীর আয়োজনে কবি, লেখক, সাহিত্যানুরাগী, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসমূহের নেতৃবৃন্দের উপস্থিতিতে আলোচনা ও সাহিত্য আসরে সাহিত্য একাডেমীর সহ-সভাপতি মুক্তিযুদ্ধের সংগঠক বর্ষীয়ান সাংস্কৃতিক ব্যক্তিত্ব জীবন কানাই চক্রবর্তী তাঁর বক্তব্যে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, মা মাটি মাতৃভাষার দাবিতে যিনি আন্দোলন করেছেন, তাকে যেনো আমরা ভুলে না যাই। তিনি আমাদের মাঝে আজীবন বেঁচে থাকবেন। তিনি আরো বলেন, স্বাধীনতাবিরোধীদের কোনো দল থাকতে পারে না। দেশপ্রেম ও স্বাধীনতার সপক্ষের লোকই রাষ্ট্র পরিচালনা থেকে শুরু করে বিরোধী দলেও অবস্থান নিবে। আমাদের সকলের দেশের প্রতি, দেশের মানুষের প্রতি ভালোবাসা থাকতে হবে, তাহলেই জাতির জনকের স্বপ্নপূরণ হবে।
সাহিত্য একাডেমী চাঁদপুরের মহাপরিচালক রোটাঃ কাজী শাহাদাতের সভাপ্রধানে এবং লেখক ও ছড়াকার বিশিষ্ট  চিকিৎসক ডাঃ পীযূষ কান্তি বড়–য়ার উপস্থাপনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চাঁদপুর মুক্তিফৌজ ফাউন্ডেশনের সভাপতি প্রকৌশলী মোঃ দেলোয়ার হোসেন ও চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মির্জা জাকির। কবিতা আবৃত্তি ও ছড়া পাঠ করেন জেলা বঙ্গবন্ধু লেখক পরিষদের সভাপতি ব্যাংকার সামীম আহমেদ খান, কৃষি ব্যাংক চাঁদপুরের এসপিও আরশাদুজ্জামান খান, ছড়াকার খান-ই আজম, কবি ইকবাল পারভেজ, আসাদুল্লাহ কাহাফ, আজিজুর রহমান লিপন, ইমরান নাহিদ, ফাতেমা আক্তার শিল্পী প্রমুখ। সাহিত্য একাডেমীর পরবর্তী সাহিত্য আসর অনুষ্ঠিত হবে আগামী ২৪ এপ্রিল বুধবার।

 

সর্বাধিক পঠিত