• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

এসএসসি পরীক্ষায় বীর প্রতীক মমিন উল্লাহ পাটোয়ারী একাডেমির ঈর্ষণীয় সাফল্য

প্রকাশ:  ৩০ নভেম্বর ২০২২, ১৩:১৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
 চাঁদপুর সদর উপজেলার মৈশাদী গ্রামে প্রতিষ্ঠিত বীর প্রতীক মমিন উল্লাহ পাটোয়ারী একাডেমির শিক্ষার্থীরা ২০২২ সালে এসএসসি পরীক্ষায় ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে। পরীক্ষায় ৩৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ২১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। অপর ১৮ জন শিক্ষার্থী জিপিএ-৪ অর্জন করে। বিজ্ঞান বিভাগে ১৯ জন শিক্ষার্থীর মধ্যে ১৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। একজন জিপিএ-৪। ব্যবসায় শিক্ষা শাখায় ২১ জন শিক্ষার্থীর মধ্যে ৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। অপর ১৮ জন শিক্ষার্থী জিপিএ-৪ অর্জন করে। পাসের হার শতভাগ। ২০২১ সালের এসএসসি পরীক্ষায় ও একাডেমীর শিক্ষার্থীরা সাফল্য অর্জন করে। এসএসসি পরীক্ষায় একাডেমীর প্রথম অংশগ্রহণকারী ২৪ জন শিক্ষার্থীর মধ্যে ৪ জন জিপিএ-৫ পেয়েছে। অপর ২০ জন শিক্ষার্থী জিপিএ-৪ পেয়েছে। 
একাডেমীর শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষার ফলাফলে একাডেমির প্রতিষ্ঠাতা ও সভাপতি বীর প্রতীক মমিন উল্লাহ পাটোয়ারী সন্তোষ প্রকাশ করে বলেন, মহান আল্লাহর কাছে শোকরিয়া। আমি খুবই আনন্দিত ও অভিভূত। আশা করি, আগামীতেও একাডেমীর শিক্ষার্থীরা আরো ভালো ফলাফল করবে। আমি একাডেমীর শিক্ষা কার্যক্রমের পাশাপাশি ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক কার্যক্রম, সংগীতসহ নানা বিষয়ে সকল ক্ষেত্রে শিক্ষার্থীরা যেনো সাফল্য বয়ে আনতে পারে তার প্রচেষ্টা অব্যাহত রাখবো। একাডেমীর অধ্যক্ষ শাহ মোঃ জালাল উদ্দিন চৌধুরী শিক্ষার্থীদের ঈর্ষণীয় সাফল্য অর্জন করায় তিনি একাডেমীর নির্বাহী কমিটির সম্মানিত সদস্য, ট্রাস্টি বোর্ডের সম্মানিত সদস্য, সকল শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সর্বস্তরের সুধীজনকে ধন্যবাদ, কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন।

সর্বাধিক পঠিত