বাগাদীতে অসহায় ও গরিব শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ বেলায়েত হোসেন গাজী বিল্লালের ব্যক্তিগত উদ্যোগে ইউনিয়নে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অসহায়, গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও মিষ্টি বিতরণ করা হয়েছে।
গতকাল ১ নভেম্বর মঙ্গলবার বিকেল ৪টায় বাগাদী ইউনিয়নের পশ্চিম সকদী দারোগা বাড়ি উচ্চ বিদ্যালয়ের (ডিবি স্কুল) শ্রেণিকক্ষে ৩৫ জন অসহায়, গরিব ও মেধাবী শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ ও মিষ্টি বিতরণ করা হয়।
একই দিনে বাগাদী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ বেলায়েত হোসেন গাজী বিল্লালের কন্যা ও রক্তবিন্দু সমাজসেবা সংস্থার নির্বাহী সদস্য খাদিজা আক্তার রিপার জন্মদিন উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও সকল শিক্ষার্থীকে মিষ্টিমুখ করায় রিপা।
এ সময় উপস্থিত ছিলেন রক্তবিন্দু সমাজসেবা সংস্থার সভাপতি আল আমিন, সহ-সভাপতি সাগর গাজী, যুগ্ম সাধারণ সম্পাদক সাকিল পাঠান, নির্বাহী সদস্য সাব্বির পাঠান, মায়া আক্তার, মরিয়ম আক্তার প্রমুখ।
উল্লেখ্য, বাগাদী ইউনিয়নের সামাজিক সংগঠন রক্তবিন্দু সমাজসেবা সংস্থার উদ্যোগে স্থানীয় শতাধিক অসহায়, গরিব ও সুবিধাবঞ্চিতদের শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে বিনামূল্যে পাঠদান কর্মসূচি শুরু করা হয়। একই সাথে এসব শিক্ষার্থীর জন্যে শিক্ষা উপকরণ, পোশাক, খাদ্যসহ বিভিন্ন সহযোগিতার ব্যবস্থাগ্রহণ করা হয়। এই সংস্থাকে সার্বিক সহযোগিতা করে বাগাদী ইউনিয়ন পরিষদ।