• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

আজ থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা

জেলার আট উপজেলায় ৭৪ কেন্দ্রে পরীক্ষার্থী সাড়ে ৩৭ হাজার

প্রকাশ:  ১৫ সেপ্টেম্বর ২০২২, ১০:১২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 আজ ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার থেকে সারাদেশে শুরু হচ্ছে এসএসসি, দাখিল, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা। সকাল ১১টায় শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা চলবে। তিন ঘন্টার পরিবর্তে দুই ঘন্টায় নিয়ে আসা হয়েছে পরীক্ষার সময়।
চাঁদপুর জেলার ৮টি উপজেলার ৭৪টি কেন্দ্রে মোট ৩৭ হাজার ২৩৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। তন্মধ্যে ৪৫টি কেন্দ্রে ২৮ হাজার ১৮০জন এসএসসি পরীক্ষার্থী, ১৯টি কেন্দ্রে ৭ হাজার ১৩০জন দাখিল পরীক্ষার্থী ও ১০টি কেন্দ্রে ১ হাজার ৯২৬ জন এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষার্থী অংশ নিচ্ছে। 
জেলা প্রশাসক কার্যালয়ের শিক্ষা শাখা থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এবারের এসএসসি পরীক্ষায় চাঁদপুর জেলার ৮টি উপজেলার ৪৫টি কেন্দ্রে ২৮ হাজার ১৮০ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। সদর উপজেলার ৬টি কেন্দ্রে ৫ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী, ফরিদগঞ্জ উপজেলার ৬টি কেন্দ্রে ৩ হাজার ৯০৪ জন, হাইমচর উপজেলার ১টি কেন্দ্রে ৭৭৪ জন, হাজীগঞ্জ উপজেলার ৯টি কেন্দ্রে ৩ হাজার ৭৬২ জন, শাহরাস্তি উপজেলার ৫টি কেন্দ্রে ৩ হাজার ২৫৬ জন, কচুয়া উপজেলায় ৭টি কেন্দ্রে ৪ হাজার ৪০৮ জন, মতলব উত্তর উপজেলার ৭টি কেন্দ্রে ৪ হাজার ৩০৬ জন ও মতলব দক্ষিণ উপজেলার ৪টি কেন্দ্রে ২ হাজার ১৮৭ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।
জেলার ৮টি উপজেলার ১৯টি কেন্দ্রে মোট ৭ হাজার ১৩০ জন পরীক্ষার্থী এবারের দাখিল পরীক্ষায় অংশ নিচ্ছে। তন্মধ্যে চাঁদপুর সদর উপজেলার ৪টি কেন্দ্রে ৯৩৩ জন, ফরিদগঞ্জ উপজেলার ৩টি কেন্দ্রে ১ হাজার ৬৬২ জন, হাইমচর উপজেলার ১টি কেন্দ্রে ৩৪০ জন, হাজীগঞ্জ উপজেলার ৩টি কেন্দ্রে ১ হাজার ২৩ জন, শাহরাস্তি উপজেলার ২টি কেন্দ্রে ৭০৭ জন, কচুয়া উপজেলার ৩টি কেন্দ্রে ১ হাজার ৩৮৫ জন, মতলব উত্তর উপজেলার ১টি কেন্দ্রে ৪৮০ জন ও মতলব দক্ষিণ উপজেলায় ২টি কেন্দ্রে ৬০০ জন দাখিল পরীক্ষার্থী অংশ নিচ্ছেন।
এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় জেলার ৮টি উপজেলার ১০টি কেন্দ্রে ১ হাজার ৯২৬ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। তন্মধ্যে চাঁদপুর সদর উপজেলার ২টি কেন্দ্রে ৩০৯ জন, ফরিদগঞ্জ উপজেলার ১টি কেন্দ্রে ২০৬ জন, হাইমচর উপজেলার ১টি কেন্দ্রে ২০৪ জন, হাজীগঞ্জ উপজেলার ১টি কেন্দ্রে ৩৬৯ জন, শাহরাস্তি উপজেলার ১টি কেন্দ্রে ৯৭ জন, কচুয়া উপজেলার ১টি কেন্দ্রে ২২৭ জন, মতলব উত্তর উপজেলার ২টি কেন্দ্রে ৩০৫ জন ও মতলব দক্ষিণ উপজেলার ১টি কেন্দ্রে ২০৯ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।

 

সর্বাধিক পঠিত