• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুর বিচার বিভাগের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

প্রকাশ:  ২৮ এপ্রিল ২০২২, ১১:১৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 চাঁদপুর বিচার বিভাগের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৭ এপ্রিল বুধবার চাঁদপুর জেলা জজ আদালতের ব্যাডমিন্টন মাঠে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ও দায়রা জজ এসএম জিয়াউর রহমান। এতে উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ)  জান্নাতুল ফেরদৌস, জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ, বিপিএম (বার), চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শামসুল আলম, অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফারহানা ইয়াসমিন, যুগ্ম জেলা ও দায়রা  জজ (১) শাহেদুল করিম, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডঃ কামাল উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক অ্যাডঃ আব্দুল্লাহ আল মামুন, জেলা জজ আদালতের পিপি অ্যাডঃ রনজিত রায় চৌধুরী, নারী ও শিশু নিযাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডঃ সাইয়েদুল ইসলাম বাবু, জিপি অ্যাডঃ আঃ রহমান, ভিপি (জিপি) অ্যাডঃ শেখ জহিরুল ইসলামসহ সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিচার বিভাগের বিচারক, আইনজীবী, বেঞ্চের কমর্কতাসহ অন্য অতিথিবৃন্দ।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চাঁদপুর সদর উপজেলা জামে মসজিদের খতিব মাওলানা কেফায়েত উল্লাহ।

 

সর্বাধিক পঠিত