• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল

আমরা যাতে উন্নয়নের চাঁদপুর করতে পারি সে দোয়া করুন : জেলা প্রশাসক

ফটোজার্নালিস্টরা পুলিশ বাহিনীর সাথে কাঁধে কাঁধ রেখে একসাথে কাজ করে যাচ্ছেন : পুলিশ সুপার

প্রকাশ:  ২৪ এপ্রিল ২০২২, ১০:৩৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 অত্যন্ত সুন্দর পরিবেশে সম্পন্ন হয়েছে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল। গতকাল শনিবার ২৩ এপ্রিল চাঁদপুর শহরের হাজী মহসিন রোডস্থ রসুই ঘর পার্টি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। তিনি মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে বলেন, আল্লাহর কাছে আমরা সবাই দোয়া করবো, চাঁদপুরে আমরা যারা আছি তারা সবাই যেনো একসাথে ভালো থাকি, মিলে মিশে থাকি এবং উন্নয়নের চাঁদপুর গড়তে পারি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার)। তিনি বলেন, ফটো জার্নালিস্টদের কাজটা একটু কঠিন। ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন শক্তিশালী একটি সংগঠন। পুলিশ বাহিনীর সাথে কাঁধে কাঁধ রেখে একসাথে কাজ করে যাচ্ছেন এ সংগঠনের সদস্যরা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, ঢাকা কলেজের সহযোগী অধ্যাপক আবুল কাশেম জহুরুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দিন, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াসউদ্দিন মিলন, সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস, প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত ও ইকবাল হোসেন পাটওয়ারী।
চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এমএ লতিফের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কেএম মাসুদের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আব্দুর রশিদ, দৈনিক চাঁদপুর দর্পণের ভারপ্রাপ্ত সম্পাদক শরিফ চৌধুরী, দৈনিক চাঁদপুর সংবাদের সম্পাদক ও প্রকাশক আবদুর রহমান, দৈনিক চাঁদপুর প্রবাহের ভারপ্রাপ্ত সম্পাদক রহিম বাদশা, দৈনিক চাঁদপুর খবরের সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আল ইমরান শোভন, সাধারণ সম্পাদক কাদের পলাশ, আলোকিত চাঁদপুরের সম্পাদক ও প্রকাশক জাকির হোসেন।
এছাড়াও ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাবেক সভাপতি একে আজাদ, সিনিয়র সহ-সভাপতি অভিজিৎ রায়, সহ-সভাপতি শাওন পাটওয়ারী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মুহাম্মদ আলমগীর হোসেন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সাঈদ হোসেন অপু, সদস্য মিজান লিটন প্রমুখ। মিলাদ ও দোয়া পরিচালনা করেন ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার অর্থ সম্পাদক মাওলানা আবদুর রহমান গাজী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মির্জা জাকির, সাবেক সাধারণ সম্পাদক লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি আলম পলাশ, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সাবেক সভাপতি বাদল মুজমদার, সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী ইয়াছিন ইকরাম, তালহা জুবায়ের, যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম অনিক, যুগ্ম সম্পাদক শরীফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এসএম সোহেল, দপ্তর সম্পাদক কবির হোসেন মিজিসহ সংগঠনের সদস্য, স্থানীয় সম্পাদক ও সাংবাদিক নেতৃবৃন্দ।