• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

বাবুরহাটে প্রান্তিকের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

প্রকাশ:  ২৮ মার্চ ২০২২, ১১:০৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 ‘ঠিকানার খোঁজে শিকড়ের সন্ধানে’ স্লোগানকে সামনে রেখে এগিয়ে চলা বাবুরহাট প্রান্তিক সংগঠনের উদ্যোগে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ২৬ মার্চ শনিবার বিকেল সাড়ে ৪টায় বাবুরহাট উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক ও চাঁদপুর সাহিত্য একাডেমীর মহাপরিচালক রোটাঃ কাজী শাহাদাত। তিনি তাঁর বক্তব্যে স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং বঙ্গবন্ধুর চেতনায় নিজেকে ও দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান। তিনি উপস্থিত শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে শিক্ষিত হবার পাশাপাশি ভালো মানুষ হবার ব্যাপারে গুরুত্বারোপ করে বিশদ বক্তব্য রাখেন।
সংগঠনের উপদেষ্টা বাবুরহাট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাসুদুর রহমান মাসুদের সভাপ্রধানে ও সংগঠনের সভাপতি কাজী রাসেলের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাবুরহাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শিক্ষানুরাগী আলহাজ্ব মোঃ মাইনুল ইসলাম মমিন, মিঠুন ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের সভাপতি পলাশ কুমার দে, সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ রাসেল খান প্রমুখ।

সর্বাধিক পঠিত