নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত
প্রকাশ: ০৩ অক্টোবর ২০১৭, ১৬:৪৫
কিকিউ মারমা, বান্দরবান
প্রিন্ট
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির সীমান্তে মাইন বিস্ফোরণে নুরুল ইসলাম (২৫) নামে এক রোহিঙ্গা নিহত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার সীমান্তে চাকডালা শাতমারাগিরি বিস্ফোরনের এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম সরোয়ার কামাল।
তিনি বলেন, মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর মাটিতে পুঁতে রাখা মাইনে বিস্ফোরণে নুরুলের মৃত্যু হয়। আর এটা মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয় বলে জানান এ কর্মকর্তা।