• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

‘মাথাবিহীন মুরগী’র দৌঁড়ঝাঁপ করছে সরকার: আমির খসরু

প্রকাশ:  ০৩ অক্টোবর ২০১৭, ২০:১৭
কক্সবাজার প্রতিনিধি
প্রিন্ট

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, রোহিঙ্গা ইস্যুতে সরকার ‘মাথাবিহীন মুরগী’র মতো অন্ধকারে দৌঁড়ঝাঁপ করছে। ‘মাথাবিহীন মুরগী’ যেমন এদিক-ওদিক ছুটাছুটি করে তেমনি সরকারও কোনো পরিকল্পনা ছাড়াই এদিক-ওদিক ছুটছে।
 
তিনি বলেন, রোহিঙ্গা ইস্যুতে আওয়ামী লীগ সরকারের সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা নেই। আমির খসরু বলেন, ‘১৯৭৮, ১৯৯২ ও ২০০৫ সালে বিএনপি সরকারের সফল কূটনৈতিক তত্পরতার কারণে রোহিঙ্গাদের ফেরত পাঠানো হয়েছিল। জিয়াউর রহমানের যে চুক্তির বলে এটি সম্ভব হয়েছিল তার উপর ভিত্তি করেই শক্ত কুটনৈতিক তত্পরতার মাধ্যমে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে সরকারকে এখনই উদ্যোগ গ্রহণ করা দরকার।
 
সোমবার সকালে কক্সবাজার জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
আমির খসরুর মতে, লাখ লাখ রোহিঙ্গাকে পরিকল্পিতভাবে বাংলাদেশে ঠেলে দেয়া হয়েছে। গোয়েন্দাদের এ ব্যাপারে আগাম তথ্য দেয়া দরকার ছিল।
 
থাইল্যান্ড কিংবা অন্য কোনো দেশে রোহিঙ্গাদের ঠেলে দিতে মিয়ানমার সাহস করেনি উল্লেখ করে তিনি বলেন, এক্ষেত্রে সরকারের কূটনৈতিক ব্যর্থতা প্রমাণিত হয়েছে। বাংলাদেশ বন্ধুহীন হয়ে পড়েছে। যারা বন্ধু হিসেবে পরিচিত তারাও পাশে নেই।

সর্বাধিক পঠিত