• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

জেনে নিন পারফিউম ব্যবহারের ৭ টিপস

প্রকাশ:  ২৭ জুন ২০১৮, ১১:৩৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

বাইরে বেরুলে ঘেমে একাকার। ঘামের দুর্গন্ধ থেকে রক্ষা পেতে ডিও বা পারফিউম ব্যবহারের বিকল্প নেই। কিন্তু অনেকেই বলেন যে, পারফিউম ব্যবহারের কিছু সময় পর আর সুগন্ধ থাকছে না। জেনে নিই পারফিউমের সুগন্ধ দীর্ঘক্ষণ ধরে রাখার উপায়-

 

* সব থেকে বেশিক্ষণ পারফিউমের সুগন্ধ ধরে রাখতে পারে চুল। শুনে অবাক লাগলেও এটাই সত্যি। তবে সরাসরি চুলে পারফিউম স্প্রে করবেন না। চিরুনিতে পারফিউম স্প্রে করে, সেটা দিয়ে মাথা আঁচড়ান।

 

 

* গলার দুই পাশে পারফিউম লাগাতে পারেন। তাতে গন্ধ দীর্ঘস্থায়ী হওয়ার সঙ্গে সঙ্গে সেটা তীব্রও হবে।

 

* কনুই ও কব্জিও পারফিউমের গন্ধ লাগানোর ভালো স্থান। কারণ শরীরের এই দুই অঙ্গের উষ্ণতা অন্যান্য স্থানের চেয়ে বেশি।

 

* বুকেও পারফিউম স্প্রে করতে পারেন। তবে সরাসরি নয়, ইঞ্চি দশেক দূর থেকে স্প্রে করুন৷

 

* পারফিউম স্প্রে করে অনেকেই ঘষে নেন। এটা করবেন না। পারফিউমকে নিজে নিজে শুকতে দিন।

 

* পারফিউম লাগানোর আগে শরীরে ময়েশ্চারাইজার মেখে নিন। তাতে গন্ধ দীর্ঘস্থায়ী হয়।

 

* পারফিউম লাগানোর আগে গোসল করে নিন। 
তথ্যসূত্র: জিনিউজ