• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

জেনে নিন, মদ কী করে লিভারের!

প্রকাশ:  ০৯ অক্টোবর ২০১৭, ২১:৪০
পূর্বপশ্চিম ডেস্ক
প্রিন্ট

মদ্যপান শরীরের পক্ষে ভীষণই ক্ষতিকর। সাম্প্রতিক একটি গবেষণায় জানা গেছে, মদ্যপানের ফলে অন্ত্রের জীবানু লিভারে চলে আসে। আর এর ফলশ্রুতি লিভার সংক্রান্ত বিভিন্ন রোগ।

গবেষকরা জানিয়েছেন, মদ অন্ত্রের প্রাকৃতিক অ্যান্টিবায়োটিকের উত্পাদন কমিয়ে দেয় এবং লিভারে জীবানুর বাড়বাড়ন্তে মদত দেয়। এরফলেই লিভারের রোগ হয়।

আমেরিকার ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার সান ডিয়াগো স্কুল অফ মেডিসিনের প্রবীণ লেখক বার্নড স্ক্যানাবেল জানিয়েছেন, মদ রোগের জীবানুর সঙ্গে শরীরের লড়াই করার ক্ষমতা কমিয়ে দেয়। আর এরফলে লিভার সংক্রান্ত রোগ দেখা দেয়। এর থেকে রক্ষা পেতে শরীরের রোগ প্রতিষেধক ক্ষমতা বৃদ্ধিই একমাত্র বিকল্প। সেল হোস্ট অ্যান্ড মাইক্রোব পত্রিকায় গবেষণা রিপোর্টটি প্রকাশিত হয়েছে। 

সুত্রঃ ওয়েবসাইট

 

সর্বাধিক পঠিত