• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২৫, ১৪ মাঘ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

কেন্দ্রিয় কমিটির সদস্য পদ লাভ করলেন জাতীয় পার্টি ফ্রান্স শাখার সাধারন সম্পাদক হাবিব খান ইসমাইল

প্রকাশ:  ২৩ জুন ২০২০, ১০:২২
ফ্রান্স প্রতিনিধি
প্রিন্ট

জাতীয় পার্টি কেন্দ্রিয় কমিটির সদস্য পদ লাভ করেছে জাতীয় পার্টি ফ্রান্স শাখার সাধারন সম্পাদক মোঃ হাবিব খান ইসমাইল। ৯ম সম্মেলনের প্রদত্ত ক্ষমতা ও গঠনতন্ত্রের ধারা ১২ এর ৩ উপধারার বিধান অনুযায়ী তাঁকে জাতীয় পার্টি কেন্দ্রিয় কমিটির সদস্য পদে নিয়োগ দেয়া। এখবর সামাজিক মাধ্যমে ছড়িয়ে গেলে, জাতীয় পার্টি ফ্রান্স শাখার নেতাকর্মীরা উচ্ছাস প্রকাশ করে মোঃ হাবিব খাঁন ইসমাইলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এছাড়াও কেন্দ্রিয় নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি। পার্টির চেয়ারম্যান জি এম কাদের এম পি ও মহাসচিব জাতীয় সংসদের বিরোধী দলের চীপ হুইপ মশিউর রাঙ্গার প্রতি কৃতজ্ঞতা জানান ইসমাইল। এসময় তিনি বলেন, আমি দীর্ঘ দিন ধরে জাতীয় পার্টির রাজনীতির সাথে সম্পৃক্ত। বিদেশ বিভূইয়ে পল্লী বন্ধু মরহুম হোসাইন মোহাম্মদ এরশাদের স্বপ্ন বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। তিনি দীর্ঘ আঠারো বছর যাবত সক্রিয় জাতীয় পার্টির রাজনীতির সাথে গত পাঁচ বছর যাবত ফ্রান্স জাতীয় পার্টির সধারন সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন। বাংলাদেশের এ যাবত কালের সফল রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ ভক্ত ও তার আদর্শ অনুপ্রেরনা নিয়েই জাতীয় পার্টি ও সমাজসেবা মূলক কাজ, দলীয় সভা সমাবেশ দীর্ঘ দিন থেকেই দেশে ও বিদেশে কাজ করে যাচ্ছে হাবিব খান ইসমাইল। এছাড়াও এর আগে তিনি জাতীয় যুব সংহতি কেন্দ্রিয় কমিটির সদস্য পদ লাভ করেন। তিনি মনে করেন অতীতের তুলনায় প্রবাসে এখন জাতীয় পার্টির রাজনীতির সাথে সম্পৃক্ততা বাড়ছে। যা আগামী জাতীয় নির্বাচনে দলের জন্য গুরত্বপূর্ণ ভূমিকা রাখবে।