শ্রেয়াস রয়েল যুক্তরাজ্যের সর্বকনিষ্ঠ গ্র্যান্ডমাস্টার
ব্রিটিশ বাংলা চেস অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাকালীন কনিষ্ঠ সদস্য শ্রেয়াস রয়েল এখন যুক্তরাজ্যের সর্বকনিষ্ঠ গ্র্যান্ডমাস্টার। রোববার (২ ফেব্রুয়ারি) এ উপলক্ষ্যে পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটস প্যারেন্টস সেন্টারে বিবিসিএ কার্যালয়ে গ্র্যান্ডমাস্টার শ্রেয়াস রয়েলকে নিয়ে একটি উৎসবমুখর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্যারেন্টস সেন্টারের পরিচালক ডক্টর এম এ হান্নান।
বিবিসিএর প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবু মুসা হাসানের স্বাগত বক্তব্য ও সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন সংগঠনের সভাপতি মাহমুদ মাজেদ ও সাংগঠনিক সম্পাদক আশরাফ নান্নু। অনুষ্ঠানের শুরুতে ফুলের তোড়া দিয়ে শ্রেয়াস রয়েলকে বরণ করে নেওয়া হয়। ক্লাবের জুনিয়র সদস্য আরমান নীলিম এবং অভিরাজ ভাদুড়ী শ্রেয়াস রয়েল এবং ডক্টর হান্নানের হাতে ফুলের তোড়া তুলে দেন। ছোটবেলায় বিবিসিএর টুর্নামেন্টগুলোতে শ্রেয়াস রয়েলের প্রাইজ গ্রহণ এবং প্যারেন্টস সেন্টারে খেলার কিছু দুর্লভ ছবি তাকে উপহার দেওয়া হয়।
সভাপতি মাহমুদ মাজেদ তাকে উপহার দেন ফ্রেমে বাঁধানো কবিতা। এ অনুষ্ঠানে শ্রেয়াস রয়েল বিবিসিএর ১৩জন প্রতিপক্ষের বিরুদ্ধে যুগপৎভাবে প্রদর্শনী দাবা (সাইমালটেনেয়াস চেস) খেলেন। এতে ১২ জন হেরে গেলেও রাগু কামাথ ড্র করতে সক্ষম হন। গ্র্যান্ডমাস্টার শ্রেয়াস রয়েল এবং ডক্টর হান্নান আনুষ্ঠানিকভাবে ‘বিবিসিএ প্রেসিডেন্ট কাপ চ্যাম্পিয়নশিপ ২০২৫’ এর উদ্বোধন করেন। অনুষ্ঠানে শ্রেয়াস রয়েলকে বিবিসিএর আজীবন সদস্য পদ প্রদান করা হয়।
সংক্ষিপ্ত বক্তব্যে শ্রেয়াস রয়েল বিবিসিএর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত থাকাকালীন সময়ের স্মৃতিচারণ করে বলেন, বিবিসিএর আয়োজনে টুর্নামেন্টে এবং ক্লাবে খেলে অনুপ্রাণিত হয়েছেন এবং সামনের দিকে এগিয়ে যেতে পেরেছেন। গ্র্যান্ড মাস্টার টাইটেল প্রাপ্তিতে সংবর্ধনা দেওয়ার জন্য এবং ক্লাবের আজীবন সদস্যপদ দেওয়ার জন্য তিনি বিবিসিএর প্রতি কৃতজ্ঞতা জানান। তার বাবা জিতেন্দ্র সিং ও সংক্ষিপ্ত বক্তব্যে বিবিসিএর প্রশংসা করেন এবং বলেন, বিবিসিএর সঙ্গে সবসময় তাদের যোগাযোগ থাকবে। শ্রেয়াস রয়েলের গ্র্যান্ডমাস্টার টাইটেল প্রাপ্তিতে আনন্দিত হয়েছেন বলে উল্লেখ করে ড. হান্নান বলেন, এ দাবা ক্লাবেরই অগ্রগতির জন্য তার সহযোগিতা অব্যাহত থাকবে। বাঙালি দাবাড়ুদের উদ্যোগে এ দাবা ক্লাবটি প্রতিষ্ঠিত হলেও বিভিন্ন জাতিসত্তার দাবা খেলোয়াড়রা এ ক্লাবের সদস্য। সবার জন্যই এ ক্লাবের দ্বার উন্মুক্ত।