• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

কাতারে রাঙ্গুনিয়া জাতীয়তাবাদী ফোরামের অভিষেক

প্রকাশ:  ১০ মার্চ ২০২০, ০৯:০২
কাতার থেকে ইউসুফ পাটোয়ারী লিংকন
প্রিন্ট

কাতারে নবনির্বাচিত রাঙ্গুনিয়া জাতীয়তাবাদী ফোরাম এর অভিষেক এবং বিএনপি চেয়াপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে আলোচনা সভা করেছে রাঙ্গুনিয়া জাতীয়তাবাদী ফোরাম কাতার।  

 

বৃহস্পতিবার রাজধানী দোহার স্থানীয় একটি হোটেলে সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার বখতিয়ার উদ্দিনের সভাপতিত্বে ও আমিনুর রহমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন কাতার ধানসিঁড়ি বিএনপির সাবেক আহবায়ক মোঃ শহিদুল হক, বিশেষ অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও কাতার ধানসিঁড়ি বিএনপির সহসভাপতি মোঃ ইউছুফ সিকদার, বিএনপি নেতা  মোঃ মকবুল হোসেন, সালেহ আহম্মেদ খোকন ও আবু হানিফা মাসুদ। 

সংগঠনের সাধারণ সম্পাদক আহছানউল্লার সার্বিক তত্বাবধানে এতে বক্তব্য রাখেন কাতার ধানসিঁড়িটি বিএনপি নেতা দিলিপ কুমার ছোটন, ফজলুল কাদের, নুর মোহাম্মদ, মোঃ শাহাদাত হোসেন, আব্দুল আজিজ, নাছের, আব্দুর সালাম মেম্বারসহ অনেকে।   

এসময় বাংলাদেশ থেকে টেলি কনফারেন্সে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহসভাপতি গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডাঃ শাহাদাত হোসেন। 

বক্তারা বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীকে সামনে এগিয়ে নিতে আসন্ন চট্টগ্রাম সিটি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী কে নির্বাচিত করার আহবান জানান।  

সর্বাধিক পঠিত