• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

মালয়েশিয়ায় কর্মস্থলে বাঘড়া গ্রামের মামুনের মৃত্যু

প্রকাশ:  ২৫ অক্টোবর ২০১৯, ১৮:১৫
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 মালয়েশিয়ার নিলাই এলাকায় আল-মামুন (৪৩) নামে এক বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে। তার বাড়ি চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নস্থ বাঘড়া বাজার এলাকায় বলে জানা গেছে। গত ২৩ অক্টোবর বুধবার স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার দিকে নিলাই কন্সক্ট্রাশন সাইটে নিজ কর্মস্থলে খাবারের বিরতির সময় নিচে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে সিঁড়িতে পড়েই তিনি মৃত্যুবরণ করেন। সহকর্মীরা পুলিশকে জানালে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ এসে তদন্ত শুরু করে। তদন্ত শেষে পুলিশ মামুনের লাশ নিলাই হাসপাতালে নিয়ে যায়। আইনী প্রক্রিয়া শেষ করে মামুনের মরদেহ দেশে পাঠানো হবে বলে সহকর্মীরা জানান।
জানা গেছে, চাঁদপুর সদরের বাঘড়া বাজার এলাকার মোঃ মোস্তফা কামালের ছেলে আল মামুন ২০০৮ সালে মালয়েশিয়ায় পাড়ি জমান। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস তাকে দেশে ফিরতে হচ্ছে লাশ হয়ে।
উল্লেখ্য, বিগত মালয়েশিয়া সরকারের দেয়া অবৈধদের বৈধ হওয়া রি-হিয়ারিং প্রোগ্রামের আওতায় সেলাঙ্গর চেরাসের কেপি গোল্ড লাইন এসডিএন বিএইচডির মাধ্যমে বৈধ ভিসায় কাজ করছিলেন মামুন।

 

সর্বাধিক পঠিত