• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

মালয়েশিয়ায় নিহত ফরিদগঞ্জের আল-আমিনের দাফন সম্পন্ন

প্রকাশ:  ১৪ এপ্রিল ২০১৯, ২০:১৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

মালয়েশিয়ার কুয়ালালামপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ফরিদগঞ্জের যুবক আল-আমিনের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের চরভাগল গ্রামে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়। আল-আমিনের জানাজায় অংশ নিতে আত্মীয়স্বজন, পাড়া-প্রতিবেশী ছাড়াও আশপাশের গ্রামের মানুষজনও ছুটে আসে।
নিহত আল-আমিনের বাবা আমির হোসেন বলেন, আমি অনেক কষ্ট করে আমার ছেলেকে বিদেশে পাঠিয়েছিলাম। কিন্তু আজ আমার ছেলে লাশ হয়ে বাড়ি ফিরলো। যেই টাকা ঋণ করে ছেলেকে পাঠিয়েছি, তা পরিশোধ করার অবস্থা আমার নেই। আমি বাংলাদেশ সরকার ও মালয়েশিয়া সরকারের নিকট সহায়তার দাবি জানাই। পাশাপাশি আমার ছেলের মরদেহ ঠিকভাবে আমাদের নিকট পাঠানোর ব্যবস্থা করায় আমি সরকারের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।
এর আগে গত বৃহস্পতিবার মধ্য রাতে আল-আমিনসহ অন্যদের মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছায়। পরে তাদের পরিবারের লোকজন অ্যাম্বুলেন্সে করে মরদেহগুলো বাড়ি নিয়ে আসে।
উল্লেখ্য, গত ৭ এপ্রিল মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর বিমানবন্দরের কাছের একটি সড়কে বাংলাদেশিসহ আরো কয়েকটি দেশের শ্রমিকরা কর্মস্থলে যাওার পথে বাস দুর্ঘটনার শিকার হয়। এ দুর্ঘটনায় ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের চরভাগল গ্রামের মাওঃ আমির হোসেনের ছেলে আল-আমিন (২৫) এবং হাজীগঞ্জের সোহেলসহ ৫ বাংলাদেশিসহ ১১ জন নিহত হয়।

 

 

সর্বাধিক পঠিত