• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ইতালিতে বাংলাদেশী ব্যবসায়ী নিখোঁজ চারদিন পর লাশ উদ্ধার

প্রকাশ:  ১৭ নভেম্বর ২০১৮, ১৯:২৩
ইতালি প্রতিনিধি
প্রিন্ট
ইতালির রোমে আনোয়ার খান নামে বাংলাদেশী এক ব্যবসায়ী চারদিন ধরে নিখোঁজ। তার বয়স আনুমানিক চল্লিশ হবে। নিখোঁজের পর শনিবার ১৭ নভেম্বর স্থানীয় সময় সকালে কাসেলিনা নামক পার্ক থেকে তার মৃত দেহ উদ্ধার করা হয়। জানা যায়,১৪ নভেম্বর নিজ ব্যবসা থেকে আসার পর তাকে আর খুঁজে পাওয়া যায়নি। পরে তার সন্ধানের জন্য থানায় একটি অভিযোগ করা হয়। মৃত আনোয়ারের বাড়ি মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কান্দিপাড়া গ্রামে। তিনি পেশায় একজন জুতোর ব্যবসায়ী ছিলেন। ব্যক্তি জীবনে তিনি বিবাহিত। পুলিশ সুত্রে জানা যায়,ময়না তদন্তের পর আসল রহস্য জানা যাবে। এ ব্যাপারে তদন্ত অব্যাহত রয়েছে। তার অকাল মৃত্যুতে প্রবাসি বাংলাদেশিদের মাঝে শোকের ছাঁয়া নেমে আসে। এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান সহকর্মীসহ বাংলাদেশিরা। এ ব্যাপরে মোঃ উজ্জামান
বলেন,এই ঘটনায় আমরা আতংকে। ইতোমধ্যে ইতালিতে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। এরমধ্যে এরকম একটি দূর্ঘটনা সত্যি দুঃখ জনক। আশা করি প্রশাসন সঠিক ঘটনা উদঘাটন করতে সক্ষম হবে।

সর্বাধিক পঠিত