রিয়াদের ধীরা জাতীয় মসজিদে ঈদুল আজহার জামাত
গত ২১ আগস্ট মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের ন্যায় সৌদি আরব রিয়াদের ধীরা জাতীয় মসজিদে সকাল ৫.৪৫ মিনিটে ঈদুল আযহার প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। ঈদের জামাতের ঈমামতি ও ঈদের খুতবা পাঠ করেন শেখ ডক্টর আবদুল্লাহ বীন আবদুল আজিজ আল শেখ।
ঈদের জামাতে সৌদি নাগরিকদের পাশা পাশি ভারত, বাংলাদেশ, পাকিস্তান, মিশর, সিরিয়া, লেবাননের মোসলমান অংশ নেয়, এবং একে অন্যের সাথে শুভেচ্ছা বিনিময় করেন, বাথা টাংগাইল হোটেলে প্রবাসীদের জন্য মিস্টি মুখের আয়োজন করেন। ঈদের জামাতে অংশ নিয়ে সবাইকে ঈদের শুভেচ্ছা জানান কুমিল্লা দক্ষিন জেলা আওয়ামীলীগের অর্থ বিষয়ক সম্পাদক বিশিস্ট শিল্পপতি মোহাম্মদ আলী আকবর, রিয়াদ মহানগর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোহাম্মদ ইউসুফ খান, মাসিক স্বপ্নের বাংলাদেশের প্রধান সম্পাদক সাংবাদিক মো: আবুল বশির, মোহনা টেলিভিশনের সৌদি আরব অফিস প্রধান, রিয়াদ বাংলাদেশ থিয়েটারের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ও নাট্যকার মোঃ জাহাঙ্গীর অালম হৃদয়, পল্লী টিভির প্রতিনিধি এ,কে আযাদ লিটন, আলহাজ্ব আবদুল গফুর, আবুল বাশার মাতবর, ব্যবসায়ী গোলাম সারওয়ার আপেল, গোলাম কিবরিয়া মামুন সহ
ঈদের জামাতে রিয়াদের স্থানীয় রাজনিতিক, সামাজিক, সাংবাদিক,সাংস্কৃতিক নেতৃবৃন্দ অংশ নেন। সবাই একি সুরে প্রবাস থেকে পরিবার পরিজনকে ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান। ঈদে জামাতে আগত প্রবাসী বাংলাদেশীরা দেশের শান্তি ও বিশ্ব মোসলমানদের কল্যান কামনা করে দোয়া করেন।