রিয়াদ মহানগর যুবলীগের উদ্যোগে
জাতির জনকের ৪৩তম শাহাদাকবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত


গত ১৬ আগস্ট রাতে রিয়াদ মহানগর যুবলীগের উদ্যোগে জাতিরজনক বঙ্গবন্ধুর ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল বাথা এনাম কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
রিয়াদ মহানগর যুবলীগের সভাপতি শওকত ওসমান চৌধুরীর সভাপতিত্বে
সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম মাতবর ও নন্দলাল সরকারের যৌথ সঞ্চালনায়
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রিয়াদ বাংলাদেশ দুতাবাসের প্রেসসচিব মো: ফখরুল ইসলাম।
প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন রিয়াদ ফ্রেন্ডস অব বাংলাদেশের সহ সভাপতি সাহিদুল হক সাহিদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন -ফ্রেন্ডস অব বাংলাদেশের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম মহিউদ্দিন, সহ সভাপতি মির্জা হেলাল উদ্দিন ফিরোজ, আবদুর রহমান চৌধুরী, রিয়াদ ফ্রেন্ডস অব বাংলাদেশ আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেহেদী হাসান মুরাদ, বাংলা স্কুলের সাবেক ভাইস চেয়ারম্যান কৃষিবিদ শামীম আবেদিন, সৌদি আরব সাংবাদিক ফোরামের সভাপতি মো: আবুল বশির, রিয়াদ মহানগর যুবলীগের সহ সভাপতি আরকান শরীফ, সৈয়দ টিপু সুলতান, গোলাম সারওয়ার আপেল,সাংগঠনিক সম্পাদক আবদুল আজিজ, লুতফর রহমান স্বপন,রিয়াদ জাতীয় শ্রমিকলীগের সাধারন সম্পাদক শেখ লিয়াকত, কোম্পানিগঞ্জ যুবলীগের সভাপতি জন্টু হাজারী, জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শরীফ হোসেন টামটা, খান ফারুক সহ বিপুল সংখ্যক নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন জাতিরজনক শুধু আওয়ামীলীগের নেতা নয় বাংলাদেশের আপামর জনসাধারনের নেতা, ৭১ সালে তিনি নিজের জন্য যুদ্ধ করেন নি দেশের মানুষের অধিকার বাস্তবায়ন করার লক্ষেই পাকিস্তানী হায়নাদের সাথে যুদ্ধ করেছেন, সে যুদ্ধের বিজয়ের ফলেই বাংলাদেশ নামক একটি স্বাধীন দেশের জন্ম নেয়। অথচ সেই নেতাকেই ১৯৭৫ সালে ১৫ আগস্ট দেশের ভেতর লুকিয়ে থাকা পাকিস্তানী দালাল বঙ্গবন্ধুকে হত্যা করে ফেলেছেন। যারা জাতিরজনককে হত্যা করেছে তাদের ক্ষমা নেই,তাদের বিচার হয়েছে এবং হবে বাংলার জমিনে।
পরে বঙ্গবন্ধু তার পরিবারের সকল শহীদদের রুহের মাহফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।