• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

মালয়েশিয়ায় বৃহত্তর যশোর জেলা সমিতির আলোচনা সভা

প্রকাশ:  ০৯ অক্টোবর ২০১৭, ১৬:২৩
আহমাদুল কবির, মালয়েশিয়া
প্রিন্ট

মালয়েশিয়ায় বৃহত্তর যশোর জেলা সমিতির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় রোববার রাতে কুয়ালালামপুর বুকিত বিনতাং হোটেল সলিলে এ সভার আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি জাহিদুল ইসলাম টিপুর সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান আসাদ ও সাংবাদিক শেখ আরিফুজ্জামানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন যশোরের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট সাবেরুল হক সাবু।

বিশেষ অতিথি ছিলেন রাজনীতিবিদ অ্যাডভোকেট ইদ্রিস আলী, যশোরের সাবেক পৌর চেয়ারম্যান অ্যাডভোকেট মো. ইসহাক, যশোর সদর উপজেলার সাবেক চেয়ারম্যান রবিউল আলম, অ্যাডভোকেট আলহাজ শহীদ মো. ইকবাল হোসেন, ইঞ্জিনিয়ার আহমেদ সুলতানুর রেজা এবং সমিতির সাধারণ সম্পাদক আলী হোসেন।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী মো. শহীদুল্লাহ শহীদ ও তালহা মাহমুদ আলমগীর হোসেন।

শুভেচ্ছা বক্তব্য রাখেন, বৃহত্তর যশোর জেলা সমিতির সদস্য মো. বিল্লাল বিশ্বাস, সহ-সভাপতি ইকবাল হোসেন সেলিম, মহিলা সম্পাদিকা কনিকা ইসলাম।

অনুষ্ঠানে মালয়েশিয়ায় অবস্থিত আঞ্চলিক সংগঠনের মধ্যে বক্তব্য রাখেন, ব্রাহ্মনবাড়িয়া অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রাহাদুজ্জামান, চাঁদপুর সমিতির সাধারণ সম্পাদক মাসুদ রানা, বরিশাল সমিতির সভাপতি এসএম রহমান পারভেজ, গোপালগঞ্জ সমিতির সভাপতি শওকত আলী তিনু।

আলোচনা সভায় বক্তারা প্রবাসীদের পাশাপাশি দলমতের ঊর্ধ্বে উঠে প্রিয় মাতৃভূমির সমৃদ্ধির জন্য সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।

সর্বাধিক পঠিত