• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩১
  • ||
  • আর্কাইভ

বিবাহবার্ষিকীতে স্বামীর উদ্দেশ্যে কিয়ারার মিষ্টি বার্তা

প্রকাশ:  ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২২:১৫
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 

বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা দম্পতি সিদ্ধার্থ মালহোত্রা আর কিয়ারা আদভানি। বিয়ের দুবছর পার করে ফেললেন দুজনে। দ্বিতীয় বিবাহবার্ষিকী উপলক্ষ্যে কিয়ারা আদভানি শুক্রবার (৮ ফেব্রুয়ারি) স্বামীকে মিষ্টি শুভেচ্ছা বার্তা জানিয়েছে, যা দেখে হেসে কুটিপাটি নেটিজেনরা।

হিন্দুস্তান টাইমস থেকে জানা যায়, সিদ্ধার্থ-কিয়ারার বিয়ের ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়েছিল। বিয়ের মণ্ডপে ঘড়ির দিকে তাকিয়ে ইশারা করতে দেখা গিয়েছিল সিদ্ধার্থকে, আর দড়ি ধরে টানার কায়দা করেছিলেন কিয়ারা। সেই ভিডিওতেই এল টুইস্ট। কিয়ারাকে একটি ভিডিওতে সিদ্ধার্থকে এবার বাস্তবেই দিয়ে দড়ি দিয়ে টেনে নিয়ে ওয়ার্কআউট করতে দেখা গেল। চারটি চাকা লাগানো একটা ছোট্ট বাক্সের মধ্যে দাঁড়িয়ে আছেন সিদ্ধার্থ। এবং দড়ি ধরে টান দিচ্ছেন কিয়ারা।

ক্যাপশনে লেখা, 'এটা কীভাবে শুরু হয়েছিল আর সেটা কেমন চলছে। সবকিছুতে আমার সঙ্গী… সিদ্ধার্থকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা। অনেক ভালোবাসা'। এই মজার পোস্টের মধ্যেই গত কয়েক মাস ধরে চলা অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জনের বিষয়টিও উড়িয়ে দিলেন কিয়ারা। কারণ ভিডিওতে একদম স্লিম দেখা গেল অভিনেত্রীকে। পাশাপাশি অন্তঃসত্ত্বা অবস্থায় এই ধরনের হেভি ওয়ার্কআউট করা যায় না।  এরই মধ্যে কিয়ারার পোস্ট করা ভিডিওটি নেট দুনিয়াতে ভাইরাল।

ইনস্টাগ্রাম স্টোরিতে কিয়ারা একটি ছবিও পোস্ট করেছেন যেখানে তিনি সিদ্ধার্থের দেয়া ফুলের ছবি ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। ক্যাপশনে লিখেছেন, স্বামীর ভালোবাসা। মধ্যরাতে কেক দিয়ে চমকে দেওয়ার জন্য কিয়ারা তার টিমকে ধন্যবাদ জানিয়েছেন।

 

সর্বাধিক পঠিত