• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ০৬ অক্টোবর ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চন্দ্রকলা থিয়েটার পদক পেলেন সাংবাদিক ও নাট্যকার জাহাঙ্গীর আলম হৃদয়

প্রকাশ:  ০৬ জুলাই ২০২৪, ০৯:৪৫ | আপডেট : ০৬ জুলাই ২০২৪, ১০:০২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

মঞ্চের আলোয় জেগে উঠুক সাহস নিয়ে সত্য এ স্লোগানকে সামনে রেখে চন্দ্রকলা থিয়েটার পদক প্রদান ও  আজব বাক্স নাটকের ৩০০ তম প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। ৫ জুলাই শুক্রবার বিকেল ৫টায় চন্দ্রকলা থিয়েটার ঢাকা আয়োজনে চন্দ্রকলা সম্মাননা পদক এবং আজব বাক্স নাটকের ৩০০তম প্রদর্শনী  দনিয়া স্টুডিও থিয়েটার হলে অনুষ্ঠিত হয়েছে।

এবারের চন্দ্রকলা পদক ২০২৪ পেয়েছেন চাঁদপুর শাহরাস্তি উপজেলার পৌর ১১নং ওয়ার্ড আলোকিত কৃষ্ণপুর পাটোয়ারী বাড়ির কৃতী সন্তান শাহরাস্তি অপরূপা নাট্যগোষ্ঠী যুব ও মহিলা সাংস্কৃতিক সংগঠন এবং সৌদি আরব রিয়াদ বাংলাদেশ থিয়েটারের প্রতিষ্ঠাতা সভাপতি, চাঁদপুর প্রেসক্লাবের আজীবন সদস্য, শাহরাস্তি প্রেসক্লাবের সম্মানিত সহ-সভাপতি, সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের সভাপতি (ভারপ্রাপ্ত), চাঁদপুর বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের সম্মানিত সদস্য, চাঁদপুর সাহিত্য একাডেমী, রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য, রোটারী ক্লাব অব চাঁদপুর হিলশা সিটির চাটার মেম্বার, বিশিষ্ট সাংবাদিক, নাট্যকার, নির্দেশক, কবি, অভিনেতা রোটাঃ মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়।

 চন্দ্রকলা থিয়েটার পদক-২০২৪ রোটাঃ জাহাঙ্গীর আলম হৃদয় (নাট্যকার,নির্দেশক অভিনেতা,গণমাধ্যম কর্মী, প্রতিষ্ঠাতা সভাপতি - রিয়াদ বাংলাদেশ থিয়েটার) এর হাতে সম্মাননা পদক তুলে দেন অনুষ্ঠানের সম্মানিত অতিথি  অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম, আহমেদ গিয়াস ( সাধারণ সম্পাদক, বাংলাদেশ পথনাটক পরিষদ), ড. চঞ্চল সৈকত, আন্তর্জাতিক সম্পাদক বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান, সাবেক ফুটবলার ও কোচ খুশি চাকমা, তপন মজুমদার, সম্মানিত অভিনেতা আবু আজাদ (সভাপতি, দনিয়া সাংস্কৃতিক জোট), বাবুরাম দা, সভাপতি - আদী ঢাকা সাংস্কৃতিক জোট, দনিয়া পাঠাগারের সভাপতি মোঃ শাহনেওয়াজ, এইচ আর অনিক  - সাধারণ সম্পাদক  দনিয়া সাংস্কৃতিক জোটসহ প্রায় ২৭টি দলের দলপ্রধানগন।

পদপ্রাপ্ত বিশিষ্ট নাট্যজন রোটারিয়ান মোঃ জাহাঙ্গীর আলম হৃদয় চন্দ্রকলা থিয়েটারসহ সকল সাংস্কৃতিক সংগঠন ও নাট্যকর্মীদের তার সম্মাননা পদক উৎসর্গ করেন এবং চন্দ্রকলা থিয়েটার পরিবারকে আন্তরিক ধন্যবাদ জানান । জাহাঙ্গীর আলম হৃদয় উপস্থিত সকলের সামনে দেশের গণ্ডি পেরিয়ে ও প্রবাসে নাট্য চর্চার বিভিন্ন বিষয়ে স্মৃতিচারণ করেন। তিনি  সুস্থ ধারার মঞ্চ নাট্যচর্চার  মাধ্যমে সবাইকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

সর্বাধিক পঠিত