অভিনয়ের ব্যস্ততায় রুম্পা
অভিনয়ের পথচলায় দীর্ঘ দেড় যুগ অতিক্রম করেছেন অভিনেত্রী আসমা পাঠান রুম্পা। ভিন্ন ধরনের চরিত্রে রুম্পা সবসময়ই নিজেকে প্রকাশ করেছেন। তাকে নিয়ে নির্মাতাদের আগ্রহটাও বেশ। যে কারণে নাটকে, বিজ্ঞাপন এবং উপস্থাপনা; সমানতালেই কাজ করছেন সবখানেই।
সেই ধারাবাহিকতায় করোনা পরিস্থিতি কাটিয়ে ফিরলেন তিনি। ব্যস্ত হয়েছেন অভিনয়ে। তার মধ্যে পাঁচটি নতুন বিজ্ঞাপনে কাজ করছেন তিনি। এগুলোর মধ্যে ভিশন রাইস কুকার, অনলাইন শপ দারাজ, আইএফআইসি ব্যাংক, প্রাণ টোস্ট ও ক্লিক সুইচ অন্যতম।
রুম্পা শেষ করেছেন সবকটি বিজ্ঞাপনচিত্রের দৃশ্যায়নের কাজ। যার মধ্যে তিনটি প্রচার হচ্ছে বিভিন্ন অনলাইন প্ল্যাটফরম ও টিভি চ্যানেলে।
পাশাপাশি রুমান রুনি পরিচালিত ‘ফাইভ স্টার’ নামের একটি ধারাবাহিক নাটকে কাজ করেছেন।
অভিনেত্রী রুম্পা বলেন, ‘করোনার মধ্যেই আমি পাঁচটি নতুন বিজ্ঞাপনে কাজ করেছি। যার মধ্যে তিনটি প্রচারে এসেছে। বাকি দুটি বিজ্ঞাপন প্রচারের অপেক্ষায়। একজন অভিনয় শিল্পী হিসেবে এভাবেই নিজের পছন্দমতো ভালো কাজগুলো করে যেতে চাই।
অভিনয়কে ঘিরেই আমার ভাবনা। নাটক চলচ্চিত্র কিংবা বিজ্ঞাপন, উপভোগের সাথে আমি কাজ করি। সেই কাজটির মান নিয়ে কোনো আপস করতে চাই না।’
এ অভিনেত্রী জানিয়েছেন, এখন পর্যন্ত প্রায় ৭০টি বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছেন রুম্পা।