• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

আনুশকার পরিবর্তে সালমানের নায়িকা দিশা

প্রকাশ:  ১৬ অক্টোবর ২০১৯, ২২:৪১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

০২০ সালের ঈদে ‘রাধে: ইন্ডিয়াস মোস্ট ওয়ান্টেড কপ’ ছবিতে দেখা যাবে বলিউড সুপারস্টার সালমান খানকে। আর এতে সালমানের নায়িকা হিসেবে কে থাকবেন এ নিয়ে এখন থেকেই শুরু হয়েছে কানাঘুষা। 

 

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে,  ‘রাধে: ইন্ডিয়াস মোস্ট ওয়ান্টেড কপ’ ছবিতে সালমানের বিপরীতে নায়িকা হিসেবে প্রথমে শোনা যায়,  আনুশকা শর্মার নাম। 

এখন শোনা যাচ্ছে, আনুশকা নয় তার পরিবর্তে দেখা যাবে 'বাগি ২' খ্যাত অভিনেত্রী দিশা পাটানিকে। সালমানের নায়িকা হওয়ার দৌড়ে তিনিই এগিয়ে রয়েছেন বলে এমন তথ্যই ভেসে বেড়াচ্ছে বিটাউনে। ছবির সংশ্লিষ্টরা বলছেন, আপাতত দিশাকে বিবেচনায় রাখা হয়েছে।

ছবিটি ২০১৭ সালের কোরিয়ার ছবি ‘দ্য আউটলজ’-এর হিন্দি রিমেক। ছবিটির পরিচালনার দায়িত্বে রয়েছেন প্রভু দেবা। পরিচালক প্রভু দেবা দুই হাতে সমান তালে চালাচ্ছেন ‘দাবাং থ্রি’র পোস্ট প্রোডাকশন, আর ‘রাধে’র প্রি-প্রোডাকশনের কাজ। ৪ নভেম্বর থেকে ছবির শুটিং শুরু হবে। ছবির প্রথম অংশের শুটিং হবে মুম্বাইয়ে।