অস্কারে যাচ্ছে রণবীর-আলিয়ার ‘গলি বয়’
প্রকাশ: ০৮ অক্টোবর ২০১৯, ২০:১৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
৯২তম একাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কারে এবার যাচ্ছে বলিউডের রণবীর সিং-আলিয়া ভাটের ছবি ‘গলি বয়’। ২৭টি ছবির মধ্যে থেকে সর্বসম্মতভাবে বাছাই করে জোয়া আখতার পরিচালিত এই ছবিটি ভারতের পক্ষ থেকে অস্কারে পাঠানো হয়েছে।
জোয়ার ভাই খ্যাতনামা পরিচালক ও অভিনেতা ফারহান আখতার শনিবার টুইট করে এ খবর জানিয়েছেন।
মুম্বাইয়ের এক র্যাপারের সংগ্রাম ও স্বপ্নপূরণের গল্পকে পর্দায় নিয়ে এসেছেন পরিচালক জোয়া। ছবিটি প্রযোজনা করেন রিতেশ সিধওয়ানি ও ফারহান আখতার। বক্স অফিসে তুমুল সাড়া ফেলেছিল এই ছবিটি। রণবীরের অভিনয় দেখে প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন গোটা বলিউড। কম যাননি বলিউডের বিখ্যাত পরিচালক মহেট ভাটের মেয়ে আলিয়া ভাটের অভিনয়ও।