ধর্মের ভেদাভেদ মানি না: নুসরাত
প্রকাশ: ২১ এপ্রিল ২০১৯, ১৯:০৩ | আপডেট : ২১ এপ্রিল ২০১৯, ২০:১০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
ভারতের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী নুসরাত জাহান বলেছেন, ঈশ্বর এক ও মহান। আমি ধর্মের ভেদাভেদ মানি না। আমি মুসলিম পরিবারের মেয়ে, আমি কোরআন পড়েছি, গীতা পড়েছি, বাইবেল পড়েছি।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিকেলে উত্তর চব্বিশ পরগনার বেড়াচাঁপার কাছে স্বরূপনগরে ভোট প্রচারে গিয়ে তিনি এসব কথা বলেন। এর আগে ভোট প্রচারে কচুয়ার লোকনাথ মন্দিরে পূজাও দেন নুসরাত।
নুসরাতের ভোট প্রচারের ছবি সোশাল মিডিয়ায় রীতিমত ভাইরাল হয়। নুসরাতকে তৃণমূল কংগ্রেস প্রার্থী করার পর অনেকে বিষয়টি নিয়ে টিপ্পনি কেটেছিলেন। তবে তাকে গুরুত্ব দিতে চাননি নুসরত।
‘যে রাঁধে সে চুলও বাঁধে’ এই জাতীয় মন্তব্য করে অভিনয়ের পাশাপাশি রাজনীতিকেও ব্যালান্স করার ইঙ্গিত দিয়েছিলেন অভিনেত্রী।