• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

আমেরিকায় বাংলাদেশের ‘যদি একদিন’

প্রকাশ:  ০৪ এপ্রিল ২০১৯, ২০:৫৭ | আপডেট : ০৯ এপ্রিল ২০১৯, ১৪:২০
নিজস্ব প্রতিবেদক
তাহসান ও শ্রাবন্তী। ছবি: সংগৃহীত
প্রিন্ট

নিউইয়র্কে জ্যামাইকা মাল্টিপ্লেক্স সিনেমাসে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৫টায় প্রথম শো অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।এরপর বোস্টন, লস এঞ্জেলেস, সান ফ্রান্সিস্কো, ভার্জিনিয়া ফায়ারফ্যাক্স, বাল্টিমোর মেরিল্যান্ড, ওয়েস্ট পাল্ম বিচের সিনেমা হলগুলোতে প্রদর্শিত হবে বাংলাদেশের এই সিনেমাটি।

‘যদি একদিন’ সিনেমায় অভিনয় করেছেন বাংলাদেশের জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান এবং কলকাতার জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী।এরই মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে তাহসান-শ্রাবন্তী জুটির ছবিটি। বিশেষ করে শিশুশিল্পী রাইসা এই ছবিতে অভিনয় করে বেশ প্রশংসা কুড়িয়েছে।ছবিতে আরও অভিনয় করেছেন তাসকিন রহমান, সাবেরী আলম, রানী আহাদ, আনন্দ খালেদ, সুজাত শিমুল, ফখরুল বাশার মাসুম, মিলি বাশার, নাজিবা বাশার প্রমুখ।উল্লেখ্য, গত ৮ মার্চ দেশের সব প্রেক্ষাগৃহে মুক্তি পায় পরিচালক মুহাম্মাদ মোস্তফা কামাল রাজের ‘যদি একদিন’ সিনেমাটি। এ ছাড়া দেশের বাইরে কানাডা এবং অস্ট্রেলিয়ায়ও মুক্তি পেয়েছে সিনেমাটি।যুগান্তর