অস্কারে সেরা ছবি ‘গ্রিন বুক’
৯১তম অস্কার পুরস্কার বা একাডেমি অ্যাওয়ার্ড ঘোষণা করা হয়েছে। এবার সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে ‘গ্রিন বুক’। সেরা অভিনেতার অস্কার জিতেছেন রামি মালেক। ‘বোহেমিয়ান রাপসোডি’ চলচ্চিত্রের জন্য তিনি এ পুরস্কার পেয়েছেন। সেরা অভিনেত্রীর অস্কার জিতেছেন অলিভিয়া কোলম্যান, ‘দ্য ফেভারিট’ ছবির জন্য।
সেরা পার্শ্ব অভিনেত্রীর খেতাব জিতেছেন রেজিনা কিং। ইফ বিয়েল স্ট্রিট কুড টক ছবির জন্য তিনি পুরস্কার পেয়েছেন। গ্রিন বুক ছবির জন্য সেরা পার্শ্ব অভিনেতা হয়েছেন মাহেরসালা আলি।
সেরা বিদেশি ভাষার ছবির অস্কার জিতেছে আলফনসো কুরোন পরিচালিত মেক্সিকোর ছবি ‘রোমা’। ছবিটির জন্য সেরা পরিচালকেরও পুরস্কার পেয়েছেন আলফনসো কুরোন। ছবিটি সেরা ছবির জন্য মনোনয়ন পেলেও জিততে পারেনি। এ ছাড়া একাধিক ক্যাটাগরিতে অস্কার পেয়েছে গ্রিন বুক ও রোমা।
সেরা অরিজিনাল সং-এর অস্কার জিতেছেন লেডি গাগা। স্পাইডার-ম্যান : ইনটু দ্য স্পাইডার-ভার্স পেয়েছে সেরা অ্যানিমেটেড ছবির অস্কার।