• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

জন্মদিন পালন করে জরিমানা দিলেন পপ তারকা : ফিরুসা খাফিজোভা

প্রকাশ:  ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:৪২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

রিবার ও বন্ধুবান্ধবের সঙ্গে জন্মদিন উদযাপন করে ৫ হাজার সোমোনি, অর্থাৎ প্রায় সাড়ে ৫০০ মার্কিন ডলারের সমপরিমাণ অর্থ জরিমানা দিয়েছেন তাজিকিস্তানের এক জনপ্রিয় পপ তারকা ফিরুসা খাফিজোভা।

 

জন্মদিন উদযাপনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন খাফিজোভা। যেখানে তাকে ও তার বন্ধুদের মঞ্চে নাচগান করতে দেখা যায়। এ অপরাধেই তাজিকিস্তানের রাজধানী দাশানবের এক আদালত এ দণ্ড দিয়েছে।

 

 

কারণ দেশটির সংস্কার, প্রথা ও ঐহিত্যবিষয়ক আইনের আর্টিকেল ৮ অনুযায়ী, কেউ নিজের বাড়ির বাইরে জন্মদিনের আয়োজন করতে পারবেন না।

 

 

খাফিজোভা আইন ভঙ্গ করার দায়ে দণ্ড পাওয়া বা জরিমানা হওয়া প্রথম তারকা নন। দেশটির আইন মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ২০১৮ সালে ৬৪৮ ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। তাদের কাছ থেকে প্রায় সাড়ে তিন লাখ মার্কিন ডলারের মতো জরিমানা আদায় করা হয়েছে।

 

মামলায় সরকারি কৌঁসুলি আইনটিকে জনগণের জন্য জরুরি বলে বর্ণনা করেন। ‘এই আইনের উদ্দেশ্য হলো, মানুষ অপ্রয়োজনীয় আয়েশে বা বিলাসে খরচ না করে নিজের পরিবারের পেছনে অর্থ ব্যয় করবে।’ 

 

কিন্তু তাজিকিস্তানের অনেক নাগরিক সামাজিক মাধ্যমে এই আইনটির প্রতি অসন্তোষ ব্যক্ত করছেন।

 

একে ‘আজব আইন’ বলে বর্ণনা করে অনেকেই লিখছেন, এটি মানুষের ব্যক্তিগত পছন্দ, এতে রাষ্ট্রের হস্তক্ষেপ করা উচিত নয়।
খবর বিবিসি

সর্বাধিক পঠিত