• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

দেবর-ভাবির বিয়ে!

প্রকাশ:  ১৯ ডিসেম্বর ২০১৮, ১৫:৩৬ | আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৮, ১৫:৩৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

শিরোনাম দেখে কেউ ঘাবড়ে গেছেন? ঘটনাও কিন্তু তা-ই, দেবর আর ভাবি বিয়ে করেছেন। তবে বিয়েটা বাস্তবের, সম্পর্কটা পর্দার। স্টার জলসার খুব জনপ্রিয় সিরিয়াল ‘মা’য়ের কথা মনে আছে? ভারতীয় বাংলা চ্যানেলের সিরিয়ালের দর্শকদের অবশ্যই মনে থাকবে। কারণ, ওই সময় সিরিয়ালটি দর্শকদের মধ্যে দারুণ সাড়া ফেলেছিল। সেই সিরিয়ালের অন্যতম চরিত্র ‘পরী’র নামে তখন মেয়েদের বিভিন্ন পোশাকের নাম দেওয়া হয়। আর সেগুলো বিক্রি হয়েছে খুব। সেই ‘মা’ সিরিয়ালের ‘ঝিলিক’ বা ‘পরী’র ‘মা’য়ের চরিত্রে অভিনয় করেছিলেন মহুয়া হালদার। একই সিরিয়ালে ‘মা’য়ের দেবরের ভূমিকায় অভিনয় করেছিলেন অরিত্র দত্ত। এবার তাঁরা দুজন বিয়ে করেছেন।

রিসেপশন অনুষ্ঠানে অরিত্র দত্ত ও মহুয়া হালদার। ছবি: ফেসবুক থেকে নেওয়ারিসেপশন অনুষ্ঠানে অরিত্র দত্ত ও মহুয়া হালদার। ছবি: ফেসবুক থেকে নেওয়া

 

শুধু টিভি সিরিয়ালই নয়, মঞ্চেও নিয়মিত অভিনয় করছেন মহুয়া হালদার ও অরিত্র দত্ত। মঞ্চের ফোর্থ বেল দলের ‘ছাড়পত্র’ নাটকে তাঁরা একসঙ্গে অভিনয় করেছেন। এ ছাড়া মঞ্চে তাঁদের খুব জনপ্রিয় নাটক ‘পিএস ভালোবাসা’। এই দুজনের সম্পর্ক নিয়ে অনেক দিন থেকেই নানা গুঞ্জন ছিল টলিপাড়ায়। এবার তাঁদের বিয়ের পর সব গুঞ্জন সত্যি হলো।

অরিত্র দত্ত ও মহুয়া হালদারের বিয়েতে এসেছিলেন ছোট পর্দার অনেকেই। ছবি: ফেসবুক থেকে নেওয়াঅরিত্র দত্ত ও মহুয়া হালদারের বিয়েতে এসেছিলেন ছোট পর্দার অনেকেই। ছবি: ফেসবুক থেকে নেওয়া।

মহুয়া হালদার ও অরিত্র দত্তের ফেসবুক পেজ থেকে জানা গেছে, ছোট পর্দার এই দুই তারকার বিয়ে আর রিসেপশনে উপস্থিত ছিলেন বাংলা সিরিয়ালের অনেক তারকা।

বিয়ের আসরে অরিত্র দত্ত ও মহুয়া হালদার। ছবি: ফেসবুক থেকে নেওয়াবিয়ের আসরে অরিত্র দত্ত ও মহুয়া হালদার। ছবি: ফেসবুক থেকে নেওয়া

‘মা’ সিরিয়ালটি জনপ্রিয় হওয়ার পেছনের কারণ প্রসঙ্গে তখন এর প্রযোজক ভেঙ্কটেশ ফিল্মসের মহেন্দ্র সোনি বলেন, ‘ফর্মুলাটা হলো আসলে সারল্য। সিম্পলিসিটি। সিরিয়ালে যে ধরনের জটিল গল্প বলা হয়, তা থেকে বের হওয়ার জন্য প্রেম, পরকীয়া, দাম্পত্যের যুদ্ধ বাদ দিয়ে অন্য কিছু খোঁজ চলেছিল। “মা” আসলে একজন মা আর তার মেয়ের গল্প। এই গল্পের সারল্য, স্নেহ, মায়া, মমতাবোধই সিরিয়ালটিকে জনপ্রিয় করেছে। প্রতিকূল পরিবেশের মধ্যে থেকেও ঝিলিকের লড়াই দেখে মানুষ কৌতূহলী হয়েছে। পুরো গল্পতেই একটা সহজ–সরল পজিটিভ সুর আছে। পাশাপাশি তার মায়ের চরিত্রটিরও যথেষ্ট গুরুত্ব রয়েছে।’

ছোট পর্দা আর মঞ্চের বন্ধুদের সঙ্গে মহুয়া হালদার ও অরিত্র দত্ত। ছবি: ফেসবুক থেকে নেওয়াছোট পর্দা আর মঞ্চের বন্ধুদের সঙ্গে মহুয়া হালদার ও অরিত্র দত্ত। ছবি: ফেসবুক থেকে নেওয়া।

 

সূত্র : প্রথম আলো।

সর্বাধিক পঠিত