মিস ওয়ার্ল্ডে বাংলাদেশের ইতিহাস
বিশ্বসুন্দরী প্রতিযোগিতা মিস ওয়ার্ল্ডে এবার বাংলাদেশ থেকে অংশ নিয়েছেন জান্নাতুল ফেরদৌস ঐশী। প্রতিযোগিতায় বিচারকদের সর্বোচ্চ প্রশংসা পেয়ে ফাইনালের জন্য নির্বাচিত সেরা ৩০-এ নিজের অবস্থান নিশ্চিত করেছেন তিনি।
মিস ওয়ার্ল্ড কর্তৃপক্ষ গত সোমবার জানায়, বিচারকরা মিস বাংলাদেশ ঐশীর অনেক অনেক প্রশংসা করেছেন। ঐশী সে দেশে জন্ম নিয়েছে যা ১৯৭১ সালে স্বাধীন হয়। বাংলাদেশ দ্বিতীয়বারের মতো প্রতিযোগিতায় অংশ নিয়েছে।
চূড়ান্ত পর্বের জন্য নির্বাচিত হওয়ার পর ঐশী বলেন, দেশের জন্য ইতিহাস গড়তে পেরে এবং বাংলাদেশকে উপস্থাপন করতে পেরে আমি গর্বিত। আমি আরও সামনে এগিয়ে যেতে চাই। জানি না গ্রান্ড ফিনালেতে কী হবে কিংবা কতদূর আমি যাব। কিন্তু এর জন্য নির্বাচিত হতে পেরে আমি আনন্দিত। মিস ওয়ার্ল্ড আরও জানায়, সত্যিই মিস বাংলাদেশ সবার কাছে নিজেকে ও নিজের দেশের বিষয়ে ইতিবাচক মনোভাব তৈরিতে সক্ষম হয়েছে।