• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে নিয়ে গান রচনা করলেল জাহাঙ্গীর আলম

প্রকাশ:  ০৫ নভেম্বর ২০১৮, ১০:৩৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
নিজের প্রিয় শিক্ষা প্রতিষ্ঠানেকে  ভালোবেসে মনের টান থেকে ঢাকার ঐতিহ্যবাহী জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে নিয়ে গান লিখলেন নাট্যকার ও অভিনেতা মোহাম্মদ জাহাঙ্গীর আলম। গানটির  সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন আল আমিন খান। সম্প্রতি গানটির রেকডিং করে এর চিত্রধাননের কাজ শেষ হয়েছে। গানটি গেয়েছেন শিল্পী জুই ও শিপন। শুক্রবার (২ নভেম্বর)  জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্বোধনী সং হিসেবে গানটি প্রকাশ করা হবে। এ ছাড়াও গানটি ইউটিউবে পাওয়া যাবে ।
 
সুনামধন্য এ লেখক মঞ্চ কিংবা টেলিভিশনের অতি পরিচিত মুখ জাহাঙ্গীর আলম। তিনি চাঁদপুরের বিষ্ণপুর ইউনিয়নের কৃতি সন্তান । বর্তমানে টেলিভিশন প্রোগ্রাম প্রোডিউসারস্ এসোসিয়েশন অব বাংলাদেশ এর প্রচার ও প্রকাশনা সম্পাদক। পাশাপাশি ঢাকাস্থ বৃহত্তর কুমিল্লা সিএন্ডএফ ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন। অনেকই তাকে ‘অন্তরালয় জাহাঙ্গীর’ নামেই চিনেন। 
 
এ বিষয়ে গীতিকার জাহাঙ্গীর বলেন, ‘বিশ্ববিদ্যালয়কে ভালোবেসে মনের টানেই গানটি লিখা। আশাকরি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গানটি উপভোগ করবেন।’
 
জাহাঙ্গীর বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন, বাংলাদেশ পথ নাটক পরিষদ, সম্মিলিত সাংস্কৃতি জোটের সক্রিয় সদস্য। এসব জোটসহ বিভিন্ন নাট্যদলের হয়ে নাট্যপ্রেমী দর্শক জাগরণ এবং সমাগমের লক্ষ্যে বিনাপয়সায় এসএমএস পাঠানোর দায়িত্বটিও নির্দ্বিধায় পালন করে থাকেন তিনি।

সর্বাধিক পঠিত