অনন্যা নাট্যগোষ্ঠীর ৪৪ বছর পূর্তি ॥ দ্বিতীয় দিন ‘১৯৭১’ মঞ্চস্থ
বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনভুক্ত সদস্য সংগঠন অনন্যা নাট্যগোষ্ঠী গৌরবের ৪৪ বছর পেরিয়ে ৪৫ বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষে ৩ দিনব্যাপী নাট্যোৎসবের দ্বিতীয় দিন হুমায়ুন আহমেদ রচিত ও বিএম হান্নানের নির্দেশনায় ময়মনসিংহের নীলগঞ্জের মুক্তিযুদ্ধের বাস্তব ঘটনার ‘১৯৭১’ নাটকটির প্রথম মঞ্চায়ন গতকাল শুক্রবার সন্ধ্যায় চাঁদপুর শিল্পকলা একাডেমী মঞ্চে মঞ্চস্থ হয়েছে। নাটকটির ঘটনাপ্রবাহ ছিলো-১৯৭১ সালের ১১ মে ময়মনসিংহের নীলগঞ্জে রফিক নামে এক ব্যক্তিকে মিলিটারি গুলি করে হত্যা করে। ছোটখাটো এ মানুষটিকে পথ ভুলিয়ে নীলগঞ্জে নিয়ে আসে। এ খবর পৌঁছে দেয় ইপিআরের কাছে। পাকিস্তান মিলিটারির পুরো দলটাকে ঘিরে ফেলে ইপিআর সেনারা। পাকিস্তানি মেজর রফিককে গুলি করে মারার আগে বলেছিল, তোমার কি ধারণা এই দেশ তোমার বীরত্বের কথা মনে রাখবে? কেউ মনে রাখবে না।
নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন দুলাল সরকার, মারিয়া আক্তার, মোঃ হানিফ, জসীম মেহেদী, মোবারক শিকদার, শরীফুল ইসলাম, বিএম হান্নান, এমএ কুদ্দুস, কামরুল ইসলাম, আফরোজা আক্তার, অমি ও শুভ।