• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

জামাইষষ্ঠীতে রাজের জন্য কি কি মেনু থাকছে

প্রকাশ:  ২০ জুন ২০১৮, ১০:০৪
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

দু’মাস হল বিয়ে হয়েছে বাড়ির ছোট শুভশ্রীর। এ বছরই প্রথম জামাইষষ্ঠী। সে জন্যই সাজো সাজো রব বর্ধমানের গঙ্গোপাধ্যায় বাড়িতে। তার ওপর মেয়ে-জামাই দু’জনেই সেলিব্রিটি। ফলে মিডিয়ার নজরও রয়েছে সে বাড়িতে।

এ বছর প্রথম জামাইষষ্ঠী রাজের। কিন্তু কাজ সামলে তিনি কি বর্ধমানের শ্বশুরবাড়িতে পৌঁছতে পারবেন?

বর্ধমান থেকে শুভশ্রীর বাবা দেবু গঙ্গোপাধ্যায় বললেন, রাজের অরুণাচলে শুটিং চলছিল। কিন্তু বৃষ্টির জন্য বাতিল হয়েছে। ওর সঙ্গে যা কথা হল, জামাইষষ্ঠীর দিন সকালে না হলেও বিকেলে আসতে পারে।

কিন্তু কী কী আয়োজন হচ্ছে নতুন জামাইয়ের জন্য? দেবু জানালেন, শুভশ্রীর মা সে দিন সকাল থেকেই উপোস করবেন। মেয়ে-জামাই যাওয়ার পর তাদের ফোঁটা দিয়ে বরণ করে নেবেন।

আর জামাইষষ্ঠীর স্পেশ্যাল মেনু? শ্বশুরমশাই জানালেন, রাজের পছন্দ বাসন্তী পোলাও। সঙ্গে মাটন। বর্ধমানের বাজারে এখনও ভাল ইলিশ ওঠেনি। দেখি, তবুও ব্যবস্থা করার চেষ্টা করবো। আর মেয়ের বিশেষ কোনও চাহিদা নেই। ওর মায়ের হাতের আলুভাতে, ছোলার ডাল হলেই হয়। তবে পোস্তর বড়া মাস্ট।

অপেক্ষায় রয়েছে বর্ধমান। রাজ-শুভশ্রী যাচ্ছেন তো?