• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

মূকাভিনয় নিয়ে লোকমান-সাদেক এবার দক্ষিণ কোরিয়ায়

প্রকাশ:  ১২ ডিসেম্বর ২০১৭, ১৬:৪১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

মূকাভিনয় নিয়ে পারফর্ম করতে এবার মীর লোকমান ও সাইফুল্লাহ সাদেক দক্ষিণ কোরিয়ার ইনছনের ইনহা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন। আসছে ১৭ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে পারফর্ম করবেন। ইনছনের ইনহা ইউনিভার্সিটিতে বিজয় দিবস ও বিসিকে এওয়ার্ড অনুষ্ঠানটির আয়োজন করেছে বাংলাদেশ কমিউনিটি ইন কোরিয়া-বিসিকে।
 
কোরিয়ায় বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা প্রবাসীদেরকে স্বীকৃতি প্রদানের মাধ্যমে বিজয় উৎসব পালন করে আসছে বাংলাদেশ কমিউনিটি ইন কোরিয়া। কোরিয়ার সকল পেশার সমন্বিত একক এই সংগঠন বাংলাদেশ কমিউনিটি ইন কোরিয়া এবার পাঁচ ক্যাটাগরিতে পাঁচজনকে এওয়ার্ড প্রদান করবে। 

এওয়ার্ড প্রদান অনুষ্ঠান শেষে প্রতিবারের মত থাকছে ঝাঁকজমকপূর্ণঁ বিনোদনমূলক অনুষ্ঠান। বাংলাদেশ থেকে যোগ দিবে জনপ্রিয় মূকাভিনেতা মীর লোকমান এবং সাইফুল্লাহ সাদেক। কোরিয়াস্থ বাংলাদেশী স্টুডেন্ট এসোসিয়েশন ইন কোরিয়ার সৌজন্যে থাকবে বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান।
 
উল্লেখ্য, এর আগে মীর লোকমান ও সাইফুল্লাহ সাদিক আর্মেনিয়ায় পারফর্ম করতে গিয়েছিলেন। এবার যাচ্ছেন দক্ষিণ কোরিয়ার ইনছনের ইনহা বিশ্ববিদ্যালয়ে। কথা হলো ইত্তেফাক অনলাইনের সঙ্গে। 

মীর লোকমান বলেন, বাংলাদেশ ছড়িয়ে পড়ুক পৃথিবীময়। সবকিছু ঠিকঠাক থাকলে এবারের বিজয় দিবসটা কোরিয়াতেই উদযাপন করব। আগামী ১৭ ডিসেম্বর সিউলে অবস্থিত ইনহা ইউনিভার্সিটিতে থাকছে আমাদের ঘন্টাব্যাপী মূকাভিনয় প্রযোজনা 'স্পটলাইট'। সবার কাছে শুভকামনাপ্রার্থী!

সূত্রঃ ইত্তেফাক

সর্বাধিক পঠিত