আবারো শুরু ‘একটি সিনেমার গল্প’
মাঝে সপ্তাহ কয়েকের বিরতি। তারপর আবারো শুরু হলো ‘একটি সিনেমার গল্প’। নায়ক আলমগীরের পরিচালনায় এর মাধ্যমে দ্বিতীয় দফায় ক্যামেরার সামনে দাঁড়ালেন ঢাকার আরিফিন শুভ ও কলকাতার ঋতুপর্ণা সেনগুপ্ত।
১০ অক্টোবর গাজীপুরে ঋতুপর্ণার সঙ্গে একটি গানের দৃশ্যায়নের শুটিংয়ে অংশ নেন শুভ। গানটি লিখেছেন মনিরুজ্জামান মনির, সুর ও সঙ্গীতায়োজন করেছেন শওকত আলী ইমন। কণ্ঠ দিয়েছেন মনির খান ও কোনাল এবং কোরিওগ্রাফি করেছেন গুণী নৃত্য পরিচালক মাসুম বাবুল।
আলমগীরের প্রযোজনা সংস্থা আইকন এন্টারটেইনমেন্টের ব্যানারে ‘একটি সিনেমার গল্প’ নির্মিত হচ্ছে। প্রথমে শোনা গিয়েছিল, ‘একটি সিনেমার গল্প’-এ আরো অভিনয় করবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও পূর্ণিমা। পরে তাদের স্থলাভিষিক্ত হন আলমগীর ও চম্পা।
৯ সেপ্টেম্বর এফডিসিতে মহরতের মাধ্যমে ‘একটি সিনেমার গল্প’-এর শুটিং শুরু হয়। দৃশ্যায়ন চলে টানা দুই সপ্তাহ।
এর আগে নিষ্পাপ, নির্মম, বৌমা, মায়ের দোয়া ও মায়ের আশীর্বাদ নামের পাঁচটি ছবি পরিচালনা করেন আলমগীর। ‘একটি সিনেমার গল্প’-এর কাহিনী-সংলাপ-চিত্রনাট্যও তার। নির্বাহী প্রযোজক হিসেবে আছেন পরিচালক শাহ আলম কিরণ।