• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ভারতের সবচেয়ে বেশি বাজেটের সিনেমা

প্রকাশ:  ১২ অক্টোবর ২০১৭, ১১:৫১
বিনোদন ডেস্ক
প্রিন্ট

যদি ভেবে থাকেন যে ‘বাহুবলী-২’ ভারতের সবচেয়ে বেশি বাজেটের সিনেমা তাহলে ভুল ভাবছেন। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, রজনীকান্ত ও অক্ষয় কুমারের আগামী সিনেমা ‘2.0’ তৈরির বাজেট ৪০০ কোটি রুপি। এই সিনেমার পরিচালক এস শঙ্কর। এই সিনেমা ২০১০-এর ‘রোবোট’-এর সিকোয়েল।

  ‘বাহুবলী: দ্য কনক্লুসন’-এর বাজেট ছিল ২৫০ কোটি রুপি। এই সিনেমায় প্রধান চরিত্রে ছিলেন দক্ষিণ ভারতীয় তারকা প্রভাস। শুধু ভারতেরই নয়, বিদেশের বক্স অফিসেও ভালো ব্যবসা করে এই সিনেমা। শুধু তাই নয়, আয়ের ক্ষেত্রে এই সিনেমা দেশ ও বিশ্বে বেশ কিছু নজিরও গড়ে।

বড় বাজেটের সিনেমার কথা হলে দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংহ অভিনীত ‘পদ্মাবতী’-র কথাও উঠে আসে। এই সিনেমার বাজেট ২০০ কোটি রুপি।

‘বাহুবলী:দ্য বিগিনিং’-এর বাজেটও একশ কোটি রুপির বেশি ছিল। এই সিনেমা তৈরি করতে খরচ হয়েছিল ১৮০ কোটি রুপি। বক্সঅফিসে দারুন ব্যবসা করেছিল এই সিনেমাও।

সর্বাধিক পঠিত