• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের মৃত্যুবার্ষিকী মঙ্গলবার

প্রকাশ:  ১০ অক্টোবর ২০১৭, ১১:৫০
বিনোদন ডেস্ক
প্রিন্ট

কিংবদন্তি ও বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ২৩তম মৃত্যু দিবস আজ(মঙ্গলবার)। ১৯৯৪ সালের এই দিনে যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নড়াইল পৌরসভার মাছিমদিয়া গ্রামে নিজ বাড়ির আঙিনায় চিরনিদ্রায় শায়িত আছেন এ গুণী শিল্পী।

এ উপলক্ষে নড়াইল জেলা প্রশাসন, সুলতান ফাউন্ডেশন, এসএম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে- শিল্পীর সমাধিতে শ্রদ্ধাঞ্জলি, কবর জিয়ারত, কোরআনখানি, দোয়া মাহফিল, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনাসভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

অসংখ্য দুর্লভ চিত্রকর্মের অমর কারিগর, মানবপ্রেমিক মহান শিল্পী শেখ মহম্মদ (এসএম) সুলতান ১৯২৩ সালের ১০ আগস্ট যশোর জেলার নড়াইল মহকুমার (বর্তমানে জেলা) মাছিমদিয়ায় এক সাধারণ দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা এসএম মেশের আলী ছিলেন একজন সামান্য রাজমিস্ত্রি।

মায়ের নাম মাজু বিবি। শৈশবে পরিবারের সবাই তাকে লালমিয়া বলে ডাকতেন।

দরিদ্র রাজমিস্ত্রির একমাত্র ছেলে লালমিয়া ১৯২৮ সালে নড়াইল ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুলে পড়াশোনা শুরু করেন।

স্থানীয় জমিদারদের সহযোগিতায় এ বিস্ময়কর প্রতিভাবান শিল্পী একাডেমিক যোগ্যতা না থাকা সত্ত্বেও কলকাতা আর্ট স্কুলের গভর্নিং বডির সদস্য কবি ও চিত্রসমালোচক হাসান শহীদ সোহরাওয়ার্দীর সুপারিশে আর্ট স্কুলে ভর্তি হন।

শিল্পী তার রং-তুলিতে দেশপ্রেম ও সাধারণ মানুষের জীবন চিত্র তুলে ধরেছেন।