• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

আমি ব্যান্ডের সদস্যদের প্রতি বিরক্ত, এটি মূল কারণ: তুহিন

প্রকাশ:  ০৮ অক্টোবর ২০১৭, ১৬:০৩ | আপডেট : ০৮ অক্টোবর ২০১৭, ১৭:৪৬
বিনোদন ডেস্ক
প্রিন্ট

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীন ছেড়ে দেওয়ার ঘোষণা দেন ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য ও ভোকালিস্ট তানযীর তুহিন। তবে সেখানে তিনি ব্যক্তিগত কারণ বলে বিষয়টি শিথিল রাখার চেষ্টা করেন। তবে কারণটি ব্যক্তিগত হলেও মূলত দলের সদস্যদের সাথে অভিমান থেকেই ব্যান্ড ছাড়ছেন তুহিন।
 
এ প্রসঙ্গে তিনি বলেন, আমি ব্যান্ডের সদস্যদের প্রতি বিরক্ত। এটি ব্যান্ড ছাড়ার মূল কারণ। আর এই বিরক্তির কারণ জানতে চাওয়া হরে তুহিন বলেন, কিছুদিন আগে হৃদজনিত কারণে হাসপাতালে ভর্তি হই। হার্ট পরীক্ষার পর ব্লক ধরা পড়ে। ডাক্তারের পরামর্শে চিকিৎসা করানোর পর আমাকে এক মাস বিশ্রামে থাকার কথা বলা হয়। এমনকি ডাক্তার বলেন, এক মাস পর আমি আবারও গান শুরু করতে পারবো। এ সময়ে সবচেয়ে বেশি আমার ব্যান্ডের সহযোগিতার প্রয়োজন ছিল। কারণ গত ২১-২২ বছর আমি এই ব্যান্ডের সাথে আছি। তারা আমার পরিবারের বাইরে নয়। আর আমার এই খারাপ সময়ে যখন এক মাস সময় তারা আমার জন্য অপেক্ষা করতে পারবে না তখন তাদের সাথে থাকার কোনো মানে হয় না। এই অভিমান থেকেই আমি শিরোনামহীন ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেই।
 
তুহিন আরও বলেন, এক মাসের মধ্যে আমাদের অনেকগুলো শো ছিল। ভালো বাজেটের শো সবগুলো। কয়েকটি কর্পোরেট শো। আর তারা সেই শোগুলো ধরার জন্য নতুন ভোকালিস্ট নিয়ে নেয়। আর অন্যতম কারণ কর্পোরেট শোগুলোতে ইংলিশ গান গাওয়া। যেহেতু আমি ইংলিশ গান করি না। তাই ব্যান্ডের অন্য সদস্যরা এই সিদ্ধান্ত নেয়। আর আমাকে বলা হয় সেই ভোকালিস্টের পাশাপাশি থাকতে।
 
এতকিছুর পর তুহিন বর্তমান ও ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে বলেন, শিগগিরই আমি একটি সংবাদ সম্মেলন ডাকবো। ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য আমি। আর আমি যেহেতু ব্যান্ডে থাকছি না তাই শেষ পর্যন্ত আমরা শিরোনামহীন ভেঙে দিচ্ছি। আর ভবিষ্যৎ পরিকল্পনা এখন পর্যন্ত কিছু নেই।
 
১৯৯৬ সালে শিরোনামহীন ব্যান্ডটি গঠন হয়। ২০০০ সালে গায়ক হিসেবে যোগ দেন তুহিন। তাদের প্রথম অ্যালবাম ‘জাহাজী’ প্রকাশিত হয় ২০০৪ সালে। সবশেষ অ্যালবাম বাজারে আসে চার বছর আগে। ২০০৮ সালের ১ আগস্ট তারা বামবার সদস্যপদ পায়।