হাজীগঞ্জের রাজারগাঁওয়ে নিখোঁজের ৫ দিন পর শিশুর মরদেহ উদ্ধার
হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও ইউনিয়নে নিখোঁজের ৫ দিন পরে শিশুর মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। গত ৩ এপ্রিল শনিবার ৩টায় ১নং রাজারগাঁও উইনিয়নের পশ্চিম রাজারগাঁও বকাউল বাড়ির পূর্ব উত্তর কোণে ডোবা থেকে ওই শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়।
গত ৩০ মার্চ মঙ্গলবার দুপুরে বাড়ির অন্যান্য শিশুদের সাথে খেলার সময় নিখোঁজ হয় শিশু নূরে জারা (৩)। তার পিতা মোঃ মাসুদ হোসেন ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে চাকুরি করেন। সেই সুবাদে সপরিবারে ঢাকায় থাকেন। ওই দিন পরিবারের সদস্যসহ বাড়িতে আসেন। দুপুরে বাড়িতে খেলার সময় শিশুটি নিখোঁজ হলে পুরো এলাকায় মাইকিং ও হাজীগঞ্জ থানায় একটি নিখোঁজ ডায়েরি (জিডি) করেন শিশুর পিতা মাসুদ বকাউল। জিডির সূত্র ধরে হাজীগঞ্জ থানার এসআই ইউনুছ কয়েক বার এলাকাসহ বিভিন্নস্থানে খোঁজ-খবর নিলেও শিশুটির সন্ধান পাওয়া যায়নি। শনিবার দুপুরে বাড়ির জনৈক মহিলা জ¦ালানোর কাজে ব্যবহার করতে ঝরাপাতা কুড়াতে গেলে দুর্গন্ধ পায়। পরে ওই মহিলা অনুভব করতে পেরে ডোবার দিকে দৃষ্টি নিবদ্ধ করেন এবং কচুরিপানার ভিতরে শিশুর মরদেহ দেখতে পান। এক কান, দুকান হতে হতে থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ গিয়ে শিশুর লাশ উদ্ধার করেন। তবে শিশুটি কীভাবে মারা গেলো তা এখনও বুঝা যায়নি।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হারুনুর রশিদ বলেন, শিশুর পিতা হাজীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেছেন। সেখানে তিনি উল্লেখ করেছেন শিশুটি খেলতে গিয়ে হারিয়ে গেছে। বিষয়টি মাথায় রেখে আইনি প্রক্রিয়ায় আমরা তদন্ত করছি।