কোস্টগার্ডের অভিযানে ১৩শ' কেজি জাটকা জব্দ
চাঁদপুর মাছঘাট এলাকা থেকে ১৩শ' কেজি জাটকা জব্দ করেছে কোস্টগার্ড। ২৬ জানুয়ারি সকাল ১০টায় চাঁদপুর মাছঘাট এলাকায় ডাকাতিয়া নদীতে একটি মালবাহী ট্রলার থেকে কোস্টগার্ড অভিযান চালিয়ে ১৩শ' কেজি জাটকা ইলিশ জব্দ করে। জব্দকৃত জাটকা ইলিশ চাঁদপুর মাছঘাটে বিক্রির জন্য আনা হয়েছিলো বলে জানা যায়। গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এম আসাদুজ্জামানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। জব্দ করা জাটকা ইলিশের মুল্য আনুমানিক মূল্য ৩ লক্ষ ৯০ হাজার টাকা। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবিদা সিফাত ও শাহরাস্তি উপজেলা মৎস্য উন্নয়ন কর্মকর্তা ফারুক আহম্মেদ এবং চাঁদপুর সদর মৎস্য উন্নয়ন কর্মকর্তা আশিকুর রহমানের উপস্থিতিতে জব্দকৃত মাছ মাদ্রাসা ও গরিবদের মাঝে বিতরণ করা হয়।