ভোক্তা অধিকার অধিদপ্তরের বাজার মনিটরিং
মতলব দক্ষিণে ৩৪ হাজার ৫শ' টাকা জরিমানা
মতলব দক্ষিণে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের নেতৃত্বে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
এ সময় মূল্য তালিকা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরিসহ বিভিন্ন অপরাধে আল-আমিন স্টোরকে ৫ হাজার, সাগর স্টোরকে ৩ হাজার, বিসমিল্লাহ স্টোরকে ২ হাজার, রাফি স্টোরকে ৩ হাজার, মাদানীয়া হোটেল এন্ড রেস্টুরেন্টকে ৫ হাজার, ঢাকা মিষ্টিমুখ এন্ড রেস্টুরেন্টকে ১৫ হাজার এবং রিপন হোটেলকে দেড় হাজার টাকাসহ মোট ৩৪ হাজার ৫শ' জরিমানা করা হয়।
এ সময় কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চাঁদপুর জেলা শাখার নির্বাহী সদস্য বিপ্লব সরকার, নারায়ণপুর বাজার বণিক ও জনকল্যাণ সমিতির সভাপতি শফিকুল ইসলাম স্বপন মজুমদার, নারায়ণপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এ এ বিল্লাল, নারায়ণপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোজাম্মেল প্রধান হাসিব প্রমুখ উপস্থিত ছিলেন।