• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

কচুয়ায় দুর্ধর্ষ ডাকাতি, হামলায় অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৩

নগদ ৩ লাখ টাকা, সাড়ে ১২ ভরি স্বর্ণালঙ্কার ও চারটি মোবাইল ফোন লুট

প্রকাশ:  ০৭ জানুয়ারি ২০২১, ১২:৪৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

কচুয়া-সাচার সড়ক সংলগ্ন এলাকার সাজিরপাড় গ্রামের হাজী রফিকুল ইসলামের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতের হামলায় বাড়ির মালিক, অন্তঃসত্ত্বা নারীসহ ৩জন আহত হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১১টার সময় ২০/২৫ জনের মুখোশধারী একটি সংঘবদ্ধ ডাকাত দল ওই গ্রামের হাজী রফিকুল ইসলামের বাড়ির পিছনের কলাপসিবল গেইটের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে বাড়ির মালিকসহ সকলকে বেঁধে ফেলে অস্ত্রের মুখে জিম্মি করে আলমারিতে থাকা নগদ ৩লাখ টাকা, আনুমানিক সাড়ে ১২ ভরি স্বর্ণালঙ্কার, চারটি মোবাইল এবং একটি হ্যান্ড চার্জলাইট লুট করে। এ সময় খাটের নিচে লুকিয়ে থাকা ওই বাড়ির মালিকের মেয়ে শিউলি আক্তার মুঠোফোনে পাশের বাড়ির লোকজনকে জানালে তাদের ডাক-চিৎকারে ডাকাত দল পালিয়ে যায়। ডাকাত দল বাড়ির মালিক হাজী রফিকুল ইসলাম ও তার স্ত্রী নাসিমা বেগম এবং অন্তঃসত্ত্বা মেয়ে ফারজানা আক্তারকে দেশীয় অস্ত্র দিয়ে মারধর করে বলে বাড়ির মালিক হাজী রফিকুল ইসলাম জানান।


সংবাদ পেয়ে বুধবার সকালে কচুয়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মহিউদ্দিন, পুলিশ পরিদর্শক (তদন্ত) এমএ রউফ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরির্দশন করেন। ওসি মুহাম্মদ মহিউদ্দিন বলেন, তদন্ত চলছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সর্বাধিক পঠিত